নিজস্ব প্রতিবেদন : ভারতে গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ধরা হয় রেল পরিষেবাকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ট্রেনের যেমন এই ব্যাপক চাহিদা রয়েছে সেই রকমই ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যাত্রীদের।
এই সকল নিয়ম জারি করা হয়েছে মূলত যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। ভারতীয় রেল যাত্রীদের জন্য এই সকল নিয়ম জারি করার পাশাপাশি এই সকল নিয়ম যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় তার জন্য আলাদা করে আইনও প্রণয়ন করেছে। ফলে রেলের আইন অনুযায়ী যাত্রীরা তা মেনে না চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে ট্রেনে যাতায়াত করার সময় ৩টি জিনিস যদি যাত্রীরা নিয়ে চড়েন এবং ধরা পড়েন তাহলে জেল হেফাজত থেকে কেউ বাঁচাতে পারবে না।
১) বাজি পটকা : এক সময় ট্রেনে বাজিপটকা চাপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে এবং তা নিষিদ্ধ হওয়ার পর যদি কোনো ব্যক্তি লুকিয়ে বাজি পটকা নিয়ে যান তাহলে তিনি যদি ধরা পড়েন তাহলে তার জেল নিশ্চিত। মানবিকতার খাতিরে যদি জেল না দেওয়া হয় তাহলে মোটা অংকের জরিমানা করা হয়ে থাকে। এছাড়াও বাজি পটকা ফেরত দেওয়া হয় না।
২) স্টোভ বা গ্যাস সিলিন্ডার : অনেক যাত্রীকে দেখা যায় ট্রেনে ভ্রমণ করার সময় স্টোভ অথবা গ্যাস সিলিন্ডার নিয়ে উঠে পড়েন। কিন্তু ভারতীয় রেলের নিয়ম অনুসারে তা করা যায় না। এই সকল জিনিসপত্র লুকিয়ে কোন যাত্রী যদি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ধরা পড়েন তাহলে তার জেল হতে পারে।
৩) অ্যাসিড : অ্যাসিড অথবা এই ধরনের ক্ষতিকারক জিনিস কোনভাবেই ট্রেনে নিয়ে ওঠা যাবে না। লুকিয়ে অনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময় ধরা পড়লে জেল অনিবার্য। এই সকল নিষিদ্ধ জিনিসপত্র ট্রেনে ভ্রমণ করার সময় নিয়ে যাওয়া হলে ১৬৪ ধারা অনুযায়ী শাস্তি হয়।