নিজস্ব প্রতিবেদন : দেশে এখন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে ব্যবহার বিপুল পরিমাণে বাড়ছে। ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়লেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব কমেনি। প্রতিদিন গ্রাহকদের কোন না কোন কাজের জন্য ব্যাংকের শাখায় যেতে হয়। যে কারণে ব্যাংকের শাখার গুরুত্ব গ্রাহকদের কাছে অপরিহার্য।
বিভিন্ন কাজের ক্ষেত্রে যাতে গ্রাহকদের ব্যাংকের শাখায় এসে ঘুরে যাওয়ার মতো হয়রানির শিকার হতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এই ছুটির তালিকায় আগাম জানিয়ে দেওয়া হয় কোন মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংকের শাখা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জায়গা মিলে মোট ১৩ দিন ছুটি থাকবে।
৩ ডিসেম্বর : শনিবার Feast of St. Francis উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে পানাজিতে।
৪ ডিসেম্বর : রবিবার দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
১০ ও ১১ ডিসেম্বর : মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ার কারণে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাংক।
১২ ডিসেম্বর : Pa-Togan Nengminja Sangma উপলক্ষে শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংকের শাখা।
১৮ ডিসেম্বর : রবিবার উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
১৯ ডিসেম্বর : গোয়া মুক্তি দিবস উপলক্ষে পানাজিতে বন্ধ থাকবে ব্যাংক।
২৪ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে শিলংয়ে ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
২৫ ডিসেম্বর : বড়দিন এবং রবিবার হওয়ার কারণে দেশের সব জায়গায় বন্ধ থাকবে ব্যাংকের শাখা।
২৬ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে আইজল, গ্যাংটক, শিলংয়ে ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
২৯ ডিসেম্বর : গুরু গোবিন্দ সিংজির জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে চন্ডিগড়ে।
৩০ ডিসেম্বর : U Kiang Nangbah উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে শিলংয়ে।
৩১ ডিসেম্বর : New Year’s Eve উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আইজলে।