রেল থেকে ব্যাঙ্ক, ডিসেম্বরে আসছে ৬ নিয়মে বদল, প্রভাব পড়বে আমজনতার পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই দেখা যায় বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয়। দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা কথা মাথায় রেখে এই সকল পরিবর্তন আনা হয়ে থাকে। এই সকল পরিবর্তনের ফলস্বরূপ সরাসরি তার প্রভাব পড়ে আমজনতার পকেটে। কখনো গাঁটেরকড়ির সঞ্চয় হয়, আবার কখনো হয় অতিরিক্ত খরচ।

Advertisements

১) কেন্দ্র অথবা রাজ্যের যে সকল অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন যারা পেনশন পান, তাদের নভেম্বরের ৩০ তারিখের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হলে পরে আর জমা দেওয়া হবে না এবং পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।

Advertisements

২) ট্রেনে যারা যাতায়াত করে থাকেন তাদের ডিসেম্বর মাসে সবচেয়ে উল্লেখযোগ্য হবে নজর রাখতে হবে ট্রেনের টাইম টেবিলের উপর। কারণ এই সময় কুয়াশার কারণে বহু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়ে থাকে অথবা ট্রেন লেটে চলে। এক্ষেত্রে সব সময় হাতে অতিরিক্ত সময় নিয়ে সফর করতে হবে।

Advertisements

৩) প্রতি মাসের মতোই ডিসেম্বর মাসেও রান্নার গ্যাসের দামের পরিবর্তন আসতে পারে। যদিও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম গত কয়েক মাস ধরে একই রাখা হয়েছে। সেক্ষেত্রে এই মাসেও কোন পরিবর্তন নাও হতে পারে। তবে উনিশ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে আগের মতই।

৪) ডিসেম্বর মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে মোট ১৩ দিন ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে এই ছুটি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যাংকের কাজকর্ম করার জন্য শাখায় যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিতে হবে।

৫) রান্নার গ্যাসের মতই CNG ও PNG-র দাম প্রতি মাসে পরিবর্তন করা হয়ে থাকে। সে ক্ষেত্রে ডিসেম্বর মাসেও এর পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে এবং এর পরিবর্তন এলে যানবাহনের ভাড়ার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে।

৬) ডিসেম্বর মাসে ফেসবুকে বড় পরিবর্তন আনা হচ্ছে। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে প্রোফাইলে থাকা ২টি জিনিস তুলে দেওয়া হবে। সেই ২টি জিনিস হলো ‘Interested in’ এবং ‘Religious views’।

Advertisements