‘ভারত গরিব দেশ!’ অবাক করা সম্পত্তি প্রথম ১০০ ধনীর, রইল তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রায় প্রতিটি দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। প্রতিটি দেশের অর্থনীতি ভেঙে পড়ার পাশাপাশি ভারতের অর্থনীতিও ভেঙ্গেছে। তবে ভারত বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশের তালিকায় ব্রিটেনকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে।

Advertisements

যদিও গত এক বছরে শেয়ার অনেক কমে যাওয়ার ফলে ভারতে টাকার দাম ডলারের তুলনায় দিন দিন কমতে শুরু করেছে। আবার ভারতের সাধারণ মানুষদের কথা চিন্তা করলে দেখা যাবে বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছনে। কিন্তু এই সময়ই যদি দেশের ধনী ব্যক্তিদের তালিকা দিকে নজর রাখা হয় তাহলে ভারতকে গরিব দেশ বলতে লজ্জা পাবেন!

Advertisements

দেশের প্রথম ১০০ জন ধনী ব্যক্তির নাম সম্প্রতি প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় যারা রয়েছেন তাদের মোট সম্পত্তির পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার। গত কয়েক বছরে এই তালিকায় আমূল পরিবর্তন হয়েছে এবং আমুল পরিবর্তন হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নতুন এই তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছেন।

Advertisements

এই তালিকায় প্রথম রয়েছেন গৌতম আদানি। ২০০৮ সালের পর এই প্রথম তিনি এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। ধনীদের তালিকায় দেশের প্রথম হওয়ার পাশাপাশি তিনি বিশ্বে দ্বিতীয় ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। খনিজ তেল থেকে শুরু করে টেলিকম জগতের অন্যতম এই ব্যবসায়ীর মোট সম্পত্তির পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার।

ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় এই প্রথম তৃতীয় স্থান অধিকার করেছেন রিটেলিং কিং রাধাকৃষ্ণণ দামানি। ডিমার্ট সংস্থার মালিকের মোট সম্পত্তির পরিমাণ ২৭.৬ বিলিয়ন ডলার।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন টিকা প্রস্তুতকারী সংস্থার মালিক সাইরাস পুণাওয়ালা।

দেশের ধনী ব্যক্তিদের তালিকায় নতুন নাম হিসাবে যার নাম সংযোজন হয়েছে, তিনি হলেন ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট রিটেলার সংস্থা নায়েকার মালিক ফাল্গুনী নায়ার। এছাড়াও অন্যান্য যাদের নাম সংযুক্ত হয়েছে এই তালিকায় তারা হলেন বস্ত্র প্রস্তুতকারী সংস্থার মালিক রবি মোদী এবং জুতো প্রস্তুতকারী সংস্থার মালিক রাফিক মালিক।

Advertisements