নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর নির্ভর করে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার উপর এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিষেবা এবং নিয়ম জারি করা হয়ে থাকে। রেলের বিভিন্ন পরিকল্পনার মধ্যে অন্য একটি পরিকল্পনা হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে দ্রুত গতি সম্পন্ন পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে ছুটছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। তবে এরই মধ্যে আবার ভারতীয় রেলের তরফ থেকে এই বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে আরও একটি সুখবর দেওয়া হল। এই ট্রেনেই এবার জুড়ে দেওয়া হচ্ছে আরও একটি সুবিধা।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতীয় রেলের তরফ থেকে পরিকল্পনা করা হচ্ছে এই সকল হাই স্পিড ট্রেনে এবার স্লিপার বার্থ লাগানো হবে। এমনই চিন্তাভাবনা শুরু করা হয়েছে রেলের তরফ থেকে। স্লিপার ক্লাস যুক্ত হলে এবার সফর আরও আরামদায়ক হবে এবং দূর রাস্তা সফর করার ক্ষেত্রে যাত্রীরা ঘুমাতে ঘুমাতেও এই ট্রেনে সফর করতে পারবেন।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস যুক্ত করার পরিপ্রেক্ষিতে আপাতত কোচ তৈরি করার কাজ চলছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। এই ধরনের কোচ তৈরি করার জন্য যে সকল প্রস্তুতি প্রয়োজন তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে এবং এই কোচ তৈরি হবে চেন্নাইয়ের আইসিএফ ফ্যাক্টরিতে। এর আগে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার বার্থ না থাকার ফলে নতুন করে পরিকল্পনা গ্রহণ করার কাজ করছে কোচ প্রস্তুতকারী সংস্থা।
স্লিপার ক্লাস বার্থ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কবে থেকে ট্র্যাকে নামানো হবে? তা নিশ্চিত ভাবে জানা না গেলেও একটি পূর্বাভাস থেকে জানা যাচ্ছে ২০২৩ সালের এপ্রিল মাসেই নতুন ধরনের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে ছুটবে। অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যেই স্লিপার বার্থ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাবেন ভারতীয় নাগরিকরা।