এত এত বেতন, তারপরেও এইভাবে হাতসাফাই রেল কর্মীর, লজ্জা লাগা দরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে দেখা যায়। সেই সকল ভিডিও গুলির মধ্যে যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ে সেগুলি নিমেষে ভাইরাল হয়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক রেল কর্মীর হাত সাফাই।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রেল কর্মীর হাতসাফাইয়ের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাউন্টারে টিকিট কাটতে আসা কোন এক যাত্রী ৫০০ টাকা দিলে ওই রেল কর্মী তার অসাধারণ দক্ষতায় হাত সাফাই করে তা ২০ টাকায় বদলে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমত নিন্দার ঝড় বইছে।

Advertisements

কারণ ভারতীয় রেলের যে সকল কর্মীরা কাজ করেন তাদের রেলের তরফ থেকে যে বেতন দেওয়া হয় তা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। তবে এরপরেও টিটিইদের ঘুষ নেওয়া সহ আরও একাধিক অবিশ্বাস্য কাজকর্ম দেখা যায়। তবে এসবকেও ছাড়িয়ে গিয়েছেন এই রেল কর্মী তার অসাধারণ হাতসাফাইয়ের দক্ষতার পরিপ্রেক্ষিতে।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে এক যাত্রী দিল্লি থেকে গোয়ালিয়র যাওয়ার জন্য সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে ওই কাউন্টারে যান। টিকিটের ভাড়া ১২৫ টাকা এবং ওই যাত্রী ৫০০ টাকা দেন। কিন্তু ওই যাত্রী সামান্য অমনস্ক হতেই যিনি টিকিট বুকিং করছিলেন তিনি ৫০০ টাকার সেই নোট পরিবর্তন করে ২০ টাকা করে দেন এবং বারবার বলতে থাকেন ১২৫ টাকা। দাবি করেন আরও টাকা লাগবে।

এমন ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ এবং ওই রেলকর্মীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তবে রেলের তরফ থেকে যাই ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা বারবার বলছেন, ‘লজ্জা লাগা দরকার’।

Advertisements