নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। ব্যাপক মানুষের ট্রেনের উপর নির্ভরশীলতা এবং রেল পরিষেবার চাহিদার দিকে তাকিয়ে সবাই যাতে টিকিট পান তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে।
প্রতিটি যাত্রী যাতে সহজে টিকিট পান তার জন্য দেশের ৭ হাজারের বেশি রেলওয়ে স্টেশনে লক্ষাধিক টিকিট কাউন্টার, EVM মেশিন সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ভেন্ডার। এসবের পাশাপাশি রয়েছে অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা। অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে IRCTC, UTS অ্যাপ ছাড়াও আরও একাধিক অ্যাপ রয়েছে যেগুলি থেকেও যাত্রীরা টিকিট বুকিং করতে পারেন।
এই সকল অ্যাপের মধ্যে UTS অ্যাপের জনপ্রিয়তা অনেক বেশি। কারণ এই অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুকিং করা যায়। এছাড়াও এই অ্যাপের এখন সুবিধা অনেক বৃদ্ধি করার ফলে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। তবে এই অ্যাপের পরিষেবা দু’ঘণ্টা বন্ধ থাকবে বলে ঘোষণা করা হলো সংস্থার তরফ থেকে।
ইতিমধ্যেই অ্যাপের পরিষেবা বন্ধ রাখার বিষয়ে সংস্থার তরফ থেকে নোটিফিকেশন দিয়ে এই অ্যাপ ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর রাত ১১ টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।
সংস্থার ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া এই দু’ঘণ্টা যাত্রীরা এই অ্যাপের পরিসেবা পাবেন না। জানা যাচ্ছে, অ্যাপের আপগ্রেশন করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে এই অ্যাপের আপগ্রেশন হলে যাত্রীরা আরও অনেক সুবিধা পাবেন। পাশাপাশি যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মধ্যরাত্রে এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।