নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল জিও। দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে জায়গা করেছে এয়ারটেল। এছাড়াও তৃতীয় টেলিকম সংস্থা হিসাবে রয়েছে আরেক বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে নতুন একটি রিচার্জ প্ল্যান আনা হলো তাদের গ্রাহকদের জন্য।
ভোডাফোন আইডিয়া এক সময় ভারতের বাজারে বিপুল সংখ্যক গ্রাহক নিয়ে ব্যবসা করলেও বর্তমানে বহু গ্রাহক তাদের পরিষেবা ত্যাগ করে অন্য নেটওয়ার্কে চলে গিয়েছে। এদিকে আবার যখন জিও এবং এয়ারটেল 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে সেই সময় এই টেলিকম সংস্থা কবে তাদের 5G পরিষেবা লঞ্চ করবে তা নিয়ে কিছু জানাতে পারে নি। স্বাভাবিকভাবেই আরও গ্রাহক পতনের সম্ভাবনা থেকে যাচ্ছে।
নতুন করে যাতে গ্রাহকের পতন না ঘটে তার জন্য এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় যাতে বেশি ডেটা দেওয়া যায় সেই রকম একটি রিচার্জ প্ল্যান আনা হলো। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ২.৩৩ জিবি ইন্টারনেট করার সুযোগ পাবেন।
ভোডাফোন আইডিয়ার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটি হল ২৯৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৩৬৫ দিন। এতে গ্রাহকরা ৮৫০ জিবি ডেটা পাবেন। হিসাব অনুযায়ী প্রতিদিন ২.৩৩ জিবি ডেটা পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস।
এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যান এর সঙ্গে ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা রাত্রি ১২টা থেকে সকাল ৬:০০ টা পর্যন্ত যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন। ওই সময় গ্রাহকদের আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে সংস্থা।