বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রার নাম প্রায় সকলের জানা। তিনি প্রায়শই টুইটারে নানা রকম অনুপ্রেরণামূলক ভিডিয়ো পোস্ট করে থাকেন। হাজার হাজার মানুষ তাঁর সেই ভিডিয়োগুলি দেখে অনুপ্রাণিত হন। এটি তাই অনেকে অনেক মন্তব্য করেন, শেয়ারও করেন প্রচুর পরিমাণে।
বর্তমান হতাশার জগতে অনেক মানুষকে সামান্য হলেও উদ্বুদ্ধ করে আনন্দ মাহিন্দ্রার ভিডিয়োগুলি। দেশের প্রায় নানান জায়গা থেকে এইসব ভিডিয়ো সংগ্রহ করেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। তার ভিডিও গুলো হয় ক্রিয়েটিভ ও অভিনব। যা বহু মানুষের মনে বেঁচে থাকার রসদ যোগায়।
সম্প্রতি মাহিন্দ্রা সেরকমই একটা ভিডিয়ো শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ার পেজে। সেখানে দেখা গেছে, আমাদের দেশেরই কোনও এক প্রত্যন্ত গ্রামের এক যুবক একটি অভিনব সাইকেল চালাচ্ছেন। সেই ইলেকট্রিক সাইকেলটিতে বসতে পারবে ছয় জন। আর এটি মূলত ইলেকট্রিক চালিত।
আপনি চাইলে এটিকে আবার দূর দূরান্তে যাবার জন্য রিক্সা হিসেবেও ব্যবহার করতে পারেন। আর এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। একবার চার্জ দিলে এই যানটি ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সেই যুবকের কাছ থেকে জানা যায় যে, এই সিক্স-সিটার ই-সাইকেল (e-cycle) তৈরি করতে তাঁর সব মিলিয়ে মোট খরচ হয়েছে মাত্র ১২০০০ টাকা। তিনি এটিও বলেন যে, মাত্র ১০০০ টাকা খরচ করে চার্জ করলেই বহুদূর যাবে এই ই-সাইকেলটি।
With just small design inputs, (cylindrical sections for the chassis @BosePratap ?) this device could find global application. As a tour ‘bus’ in crowded European tourist centres? I’m always impressed by rural transport innovations, where necessity is the mother of invention. pic.twitter.com/yoibxXa8mx
— anand mahindra (@anandmahindra) December 1, 2022
টুইটারে এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখছেন যে, খুব ছোট্ট ডিজাইনের ইনপুট দিয়ে তৈরি এই যানটি সমগ্র বিশ্বের জন্য ভীষণ কার্যকরী হতে পারে। প্রচন্ড ভিড় ভর্তি ইউরোপিয়ান টুরিস্ট সেন্টার এটিকে ট্যুর করার জন্যও কাজে লাগতে পারে। তিনি বলেছেন, যাতায়াতের জন্য গ্রামের মানুষের সৃষ্টি করার শক্তি আমি খুব পছন্দ করি কারণ প্রয়োজনই হলো নতুন কিছু উদ্ভাবনের জননী। ৬৭ বছরের আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিয়ো লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।