নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাংক রয়েছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাংক এখন কানাড়া ব্যাঙ্ক। গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্য দুটি ব্যাংক এই ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যাওয়ায় আরও অনেক বৃদ্ধি পেয়েছে গ্রাহকদের সংখ্যা। এই পরিস্থিতিতে ব্যাংকের তরফ থেকে যে কোন পরিবর্তন আনা হলেই তা বিপুলসংখ্যক গ্রাহকদের উপর প্রভাব ফেলে।
এবার এই ব্যাংকের তরফ থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হলো। এই পরিবর্তনের প্রভাব গ্রাহকদের উপর যথেষ্ট ভাবে পড়বে এবং এই পরিবর্তনের ফলে গ্রাহকরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও অনেক বেশি সুবিধা পাবেন। এই ব্যাংকের তরফ থেকে মূলত এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
ক্লাসিক ডেবিট কার্ড হোল্ডার : যে সকল গ্রাহকদের কাছে এই কার্ড রয়েছে তারা নিয়মে বদল আসার পর এটিএম থেকে দিনে ৪০ হাজারের পরিবর্তে ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। POS-র সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। NFC লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক দৈনিক সীমা ২৫,০০০ টাকা।
প্ল্যাটিনাম, বিজনেস অথবা সিলেক্ট ডেবিট কার্ড হোল্ডার : এই তিন ধরনের মধ্যে যেকোনো এক ধরনের ডেবিট কার্ড যেসকল গ্রাহকদের কাছে থাকবে তারা এটিএম থেকে টাকা লেনদেন করতে পারবেন দিনে এক লক্ষ টাকা। আগে যেখানে এই টাকার পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।
তবে সুরক্ষার খাতিরে যদি কোন গ্রাহক এই লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন আনতে চান অর্থাৎ উর্ধ্বসীমা কমাতে অথবা বাড়াতে চান তাহলে সেই সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে। এক্ষেত্রে এটিএম, ব্যাংকের শাখা, নেট ব্যাঙ্কিং বা হেল্পলাইনে ফোন করেও বিভিন্ন পরিবর্তন আনতে পারেন।