নিজস্ব প্রতিবেদন : সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রালয়ের তরফ থেকে। এই সকল পরিবর্তন দেশের প্রতিটি মানুষকে জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে একাধিক সুবিধা আনবে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে দেশে ২৬ টি গ্রীন এক্সপ্রেসওয়ে তৈরি হবে।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই ঘোষণার পাশাপাশি জানিয়েছেন, ভারতের সড়ক ব্যবস্থায় যাতায়াতের ক্ষেত্রে আমেরিকার মতো উন্নত সড়ক ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে দেশের মানুষ এবং বিভিন্ন পণ্য দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন যেমন সুবিধা বাড়াবে সেই রকমই যাতায়াতের পথ আরও মসৃণ করবে।
টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে দুটি বিকল্প পথ বিবেচনা করা হচ্ছে। প্রথম বিকল্প হিসাবে জিপিএস পদ্ধতিতে টোল আদায় করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং দ্বিতীয় বিকল্প হিসাবে আধুনিক নম্বর প্লেটের ব্যবহারের মধ্য দিয়ে টোল ট্যাক্স আদায় করার চিন্তা ভাবনা করা হচ্ছে। দুটি বিকল্পের মধ্যে দুটিতেই লাভবান হবেন যাত্রীরা।
তবে এখনো পর্যন্ত ভারতে সেই রকম কোন নিয়ম চালু নেই যাতে টোল ট্যাক্স দেওয়া না হলে শাস্তির বিধান রয়েছে। এক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন বিল আনা হবে বলে জানা যাচ্ছে। নতুন যে বিল আনা হতে পারে তাতে কোন যানবাহন যাতায়াতের ক্ষেত্রে টোল ট্যাক্স না দিলে শাস্তির ব্যবস্থা করা হবে এবং জরিমানার ব্যবস্থা করা হবে।
নতুন পদ্ধতিতে টোল আদায় করার ক্ষেত্রে যে সকল সুবিধা বাড়বে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোন গাড়ি যতটা পথ অতিক্রম করবেন ততটার জন্যই তাকে টোল দিতে হবে। ধরে নেওয়া যাক ৭৫ কিলোমিটার দূরে একটি টোল প্লাজা রয়েছে। বর্তমানে যে নিয়ম চালু রয়েছে তাতে ওই রাস্তায় ১০ কিলোমিটার হোক বা ৫০ কিমি আগে থেকে কোন যানবাহন চলাচলের মধ্য দিয়ে ওই টোল প্লাজা অতিক্রম করলে একই টাকা দিতে হয়। নতুন নিয়ম চালু হলে কিলোমিটার হিসাবেই টাকা দিতে হবে। সেক্ষেত্রে খরচ অনেক কমবে।
অন্যদিকে জাতীয় সড়কে ওঠার পর টোল প্লাজা এড়িয়েও যদি কোন গাড়ি যাতায়াত করে থাকে তাহলেও জিপিএস পদ্ধতি অথবা আধুনিক নম্বর প্লেট পদ্ধতি অনুযায়ী তাকে টোলের টাকা দিতে হবে। এক্ষেত্রে ফাঁকি দেওয়ার জায়গা আর থাকবে না।