বৈচিত্রের ভারত দেশ। দেশের বেশিরভাগ মানুষই ঈশ্বরের আশীর্বাদ পেতে মন্দির, মসজিদ, গির্জা যায়। কখনও কখনও আবার সাধারণ মানুষ দেবতাদের খুশি করার জন্য অদ্ভুত সমস্ত কাজ করার চেষ্টা করেন। কিন্তু তাই বলে এমনটা সম্ভব না যে ঈশ্বরের কাছে কিছু চাইলাম আর সঙ্গে সঙ্গে তা পেয়েও গেলাম। সম্প্রতি গুজরাটের একটি মন্দিরের ভিডিও খুব ভাইরাল হয়েছে। ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই ভিডিও তার প্রমাণ।
সব ধর্মের সমন্বয়ে গঠিত ভারতবর্ষ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা এই দেশে একত্রে বসবাস করেন বলেই ভারতবর্ষ এক ধর্মনিরপেক্ষ দেশ। আর এই ধর্ম পালনের জন্যই মানুষ মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে থাকেন। সেখানে গিয়ে তারা নিজেদের মতো বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, আচার আচরন পালন করে থাকেন। এবার সেরকমই কোনও এক ধর্মীয় আচার পালন করতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি।
সম্প্রতি গুজরাটের কোনো এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়ে একটি হাতির মূর্তির নীচে আটকে যান তিনি। আর সেখান থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছেন সেই ব্যক্তি। এই পুরো বিষয় তাই কেউ ক্যামেরা বন্দী করে ফেলেছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও গেছে ভীষণ দ্রুত। ভিডিওটি দেখে মনে হচ্ছে, হিন্দু রীতি অনুযায়ী কোনও নিয়ম মানতে গিয়েই হাতির মূর্তিত নীচে যান তিনি। আর তারপর সেখানে ঢুকে আর বের হয়ে আসতে পারছেন না।
ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতির ওই শক্ত কাঠামোর মাঝখান থেকে বেরিয়ে আসার জন্য ওই ব্যক্তি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এসব করেও কোনো রকম লাভ হয়নি। বাকি দর্শনার্থীরা উপদেশ দিতেও পিছুপা হননি। শুধু তাই নয়, তিনি সেখানে তাঁর শরীরটিও ঘোরানোরও চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু লাভ তাতেও কিছু হয় নি, ঐখানে আটকেই থেকে যান সেই ব্যক্তি। তবে শেষমেষ তিনি কি সত্যিই কি ওই হাতির মূর্তি থেকে বেরোতে পেরেছিলেন? সে খবর এই ভিডিওতে পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসা মাত্রই প্রায় হাজার পঞ্চাশেক মানুষ এটি দেখে ফেলেছেন।
Any kind of excessive bhakti is injurious to health ? pic.twitter.com/mqQ7IQwcij
— ηᎥ†Ꭵղ (@nkk_123) December 4, 2022
ঠিক এরকমই একটি ঘটনা ২০১৯ সালেও ঘটতে দেখা হয়েছিল। তবে সেখানে এক মহিলা প্রণাম করতে গিয়ে ঠিক ওই ভাবেই হাতির মূর্তির নিচে আটকে যান। তিনিও মূর্তি থেকে বের হওয়ার চেষ্টাও করেও যখন বেরোতে পারছিলেন না, তখন সেখানে উপস্থিত অন্যান্য লোক তাঁকে উদ্ধারও করতে আসেন। যদিও পুরানো সেই ভিডিওটিতে দেখা গেছিল, বহু কষ্টের পর ওই মহিলা হাতির মূর্তির কবল থেকে মুক্তি পেয়েছিলেন।