নিজস্ব প্রতিবেদন : ৬৯ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা আসে টাটা গোষ্ঠীর হাতে। নিজেদের হাতে পুনরায় মালিকানা আসার পর পরিষেবাকে সাজিয়ে তোলার জন্য একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে টাটা। এই সকল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একাধিকবার তাদের হোঁচট খেতে হয়েছে, তবে এই সংস্থা কোনভাবেই পিছিয়ে থাকেনি। সেরকমই এবার এয়ার ইন্ডিয়া ইতিহাস তৈরি করার মুখে।
নিজেদের পরিষেবাকে আরও উন্নত করার জন্য টাটা দের তরফ থেকে লগ্নি করা হচ্ছে ১০ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে সংস্থার তরফ থেকে ৫০০টি নতুন বিমান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০০টি নতুন বিমান পরিষেবায় নামিয়ে আরও উন্নত থেকে উন্নততর পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সংস্থার। অর্থ মূল্য থেকে শুরু করে বিমানের সংখ্যা সব দিক দিয়েই এই বিপুল বিনিয়োগ রেকর্ড।
কারণ এর আগে প্রায় এক দশক আগে একসঙ্গে ৪৬০ টি বিমান অর্ডার দিয়েছিল আমেরিকান এয়ারলাইন্স। তাদের তরফ থেকে এয়ারবাস এবং বোয়িং মিলিয়ে মোট ৪৬০ টি অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এই সংস্থার রেকর্ড এবার ভাঙতে চলেছে টাটা অধীনস্থ এয়ার ইন্ডিয়া।
সূত্র মারফৎ জানা যাচ্ছে টাটা সংস্থার তরফ থেকে নতুন যে ৫০০টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে ৪০০ টি রয়েছে ন্যারো-বডি বিমান এবং বাকি ১০০টি রয়েছে ওয়াইড-বডি বিমান। এই সকল বিমানগুলির মধ্যে বেশ কিছু বিমান রয়েছে Airbus A350s এবং Boeing 787s ও 777s।
অন্যদিকে জানা যাচ্ছে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একত্তিকরণের খবর প্রকাশ হওয়ার পরেই এই বিপুলসংখ্যক বিমানের অর্ডার দেওয়া হয়। ভিস্তারার সঙ্গে আবার সংযুক্ত রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অংশীদারিত্ব। এসবের ফলে বিশ্বে যে সকল বিমান সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি বিমান সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এয়ার ইন্ডিয়া।