শীতে গিজার কেনার পরিকল্পনা রয়েছে, খেয়াল রাখতে হবে এই ৫টি বিষয়

Antara Nag

Published on:

Advertisements

চলতি বছরের ডিসেম্বর মাসে দরজায় কড়া নেড়েছে শীত। এর ফলে ঠান্ডা বেশ ভালোই পড়তে চলেছে। তবে শীতকালে সবথেকে একটি কষ্টকর বিষয় হলো স্নান করা। ঠান্ডা জলে হাত দিলেই গা যেন শিউরে ওঠে। তবে বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে অনেকেই গরম জলে স্নান করার জন্য গিজার কেনেন। তবে এই গিজার কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। তাহলে আপনার বিদ্যুৎ খরচ কম হতে পারে।

Advertisements

প্রথমত, গিজার কিনতে গেলে কত লিটারে গিজার কিনবেন সে দিকে লক্ষ্য দেওয়া উচিত। অনেকেই বেশি পরিমাণ অর্থ না দিয়ে কম অর্থে ছোট গিজার কেনেন। কিন্তু এর ফলে বিদ্যুৎ খরচ বেশি হয় এবং জল বেশি ধরে রাখতে পারেনা। তাই বাড়িতে যদি কম সদস্য থাকে তাহলে ৬ লিটারের গিজার নিতে পারেন। এছাড়া বেশি সদস্য থাকলে ৩৫ লিটারের গিজার নেওয়াই ভালো।

Advertisements

দ্বিতীয়ত, গিজার কেনার সময় গিজারের ডিজাইন ও আকার বাথরুমের জায়গা অনুযায়ী দেখে কেনা উচিত। যাতে বাথরুমের ঠিক জায়গায় বসানো যায়। এর পাশাপাশি গিজার কেনার সময় দেখে নিতে হবে সেই গিজার কতটা বিদ্যুৎ খরচ করে। সেই সম্বন্ধে গিজারের গায়ে লেখা থাকে। তবে ৪ তারা বিশিষ্ট গিজার কেনা ভালো, এতে বিদ্যুৎ সাশ্রয় হয়।

Advertisements

এছাড়া গিজারের ফিচারও দেখে নেওয়া প্রয়োজন। অর্থাৎ গিজারের ডিজাইন, ৪ তারা সবকিছুর পাশাপাশি গিজার বাড়িতে রাখলে কতটা সুরক্ষিত বা সেফটি বাল্ব, ফ।অটো কাটঅফ ইত্যাদি ফিচার আছে কিনা দেখে নেওয়া প্রয়োজন।

এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল গিজার কেনার আগে সেই প্রোডাক্টটি অর্থাৎ গিজার যে কোম্পানির কিনছেন সেই প্রোডাক্টটি কতটা ভালো তা দেখে নেওয়া উচিত। তবে বর্তমানে স্মার্টফোন হাতে আসাতে ইন্টারনেটের মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারবেন কোন কোম্পানির গিজার কতটা ভালো।

Advertisements