কিছু নেই বললেই চলে, সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, বাকিদের কত সম্পত্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্বাচনে যে সকল প্রতিদ্বন্দ্বীরা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের সম্পত্তির পরিমাণ সমক্ষে আনতে হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নামে থাকা সম্পত্তির পরিমাণ নমিনেশন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনকে জমা দিতে হয় এবং নির্বাচন কমিশন সেই হলফনামা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।

Advertisements

নির্বাচন কমিশনের এই নিয়ম থেকেই জানা যায় দেশের সবচেয়ে বেশি সম্পত্তির মালিক কোন মুখ্যমন্ত্রী অথবা কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম। সম্পত্তির নিরিখে দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার টাকা পয়সা সম্পত্তি নেই বললেই চলে। অন্যদিকে দেশের সবচেয়ে ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। মুখ্যমন্ত্রীদের শেষ বার নির্বাচনে অংশগ্রহণের সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী এই তালিকা পাওয়া গিয়েছে।

Advertisements

সেই তালিকা থেকে জানা যাচ্ছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন মুখ্যমন্ত্রীই হলেন কোটিপতি। একমাত্র ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েক লক্ষ টাকার মালিক। তিনি সম্পত্তির নিরিখে মাত্র কয়েক লক্ষ টাকার মালিক হয়ে নজর কেড়েছেন দেশের জনগণের।

Advertisements

১. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

২. অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা।

৩. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সম্পত্তির পরিমাণ ৬৩.৮৭ কোটি টাকা।

৪. পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামির সম্পত্তির পরিমাণ ৩৮.৩৯ কোটি টাকা।

৫. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিওয়ের সম্পত্তির পরিমাণ ৩৬.৪১ কোটি টাকা।

৬. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সম্পত্তির পরিমাণ ২৩.৫৫ কোটি টাকা।

৭.ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সম্পত্তির পরিমাণ ২৩.০৫ কোটি টাকা।

৮. আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তির পরিমাণ ১৭.২৭ কোটি টাকা।

৯. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সম্পত্তির পরিমাণ ১১.৫৬ কোটি টাকা।

১০. গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তর সম্পত্তির পরিমাণ ৯.৩৭ কোটি টাকা।

১১. ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সম্পত্তির পরিমাণ ৮.৯৭ কোটি টাকা।

১২. কর্ণাটকেটের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের সম্পত্তির পরিমাণ ৮.৯২ কোটি টাকা।

১৩. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সম্পত্তির পরিমাণ ৮.৮৮ কোটি টাকা।

১৪. গুজরাট ভূপেন্দ্র প্যাটেল : ৮.২২ কোটি টাকা।

১৫. ঝাড়খণ্ড হেমন্ত সোরেন : ৮.২১ কোটি টাকা।

১৬. হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সুখু : ৭.৮১ কোটি টাকা।

১৭. মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান : ৭.৬৬ কোটি টাকা।

১৮. রাজস্থানের অশোক গেহলট : ৬.৫৩ কোটি টাকা।

১৯. মেঘালয় কনরাড সাংমা : ৫.৩৩ কোটি টাকা।

২০. সিকিম প্রেম সিং তামাং : ৩.৯৮ কোটি টাকা।

২১. মিজোরাম জোরামথাঙ্গা : ৩.৮৪ কোটি টাকা।

২২. দিল্লি অরবিন্দ কেজরিওয়াল : ৩.৪৪ কোটি টাকা।

২৩. উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি : ৩.৩৪ কোটি টাকা।

২৪. বিহার নীতীশ কুমার : ৩.০৯ কোটি টাকা।

২৫. পাঞ্জাব ভগবন্ত মান : ১.৯৪ কোটি টাকা।

২৬. উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ : ১.৫৪ কোটি টাকা।

২৭. মণিপুর এন বীরেন সিং : ১.৪৭ কোটি টাকা।

২৮. হরিয়ানা মনোহর লাল খট্টর : ১.২৭ কোটি টাকা।

২৯. কেরালা পিনারাই বিজয়ন : ১.১৮ কোটি টাকা।

৩০. পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় : ১৬.৭২ লক্ষ টাকা।

Advertisements