নিজস্ব প্রতিবেদন : কাজে হোক অথবা ভ্রমণ, বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি যা তা হল পাসপোর্ট। কিন্তু এই পাসপোর্ট পেতে এক সময় অনেক ঝামেলা পোহাতে হতো। এখন সেই সকল ঝামেলার দিন শেষ। এমনকি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যাতে বিদেশ যাত্রীরা পাসপোর্ট পেয়ে যান তার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে সরকার।
এমনিতে দেখা যায় বিদেশ যাত্রার জন্য কোন ভারতীয় নাগরিক পাসপোর্টের আবেদন করলে তা ৬ থেকে ৭ দিনের মধ্যে পেয়ে থাকেন। যদিও আগে এই পাসপোর্ট পেতে মাস কয়েক সময় লেগে যেত। কিন্তু এখন পদ্ধতিতে পরিবর্তন এনে খুব তাড়াতাড়ি সাধারণ নাগরিকদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ছয় সাত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়ার পাশাপাশি আরও কম সময়ে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। জরুরী ভিত্তিতে মাত্র তিন দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং এই বন্দোবস্ত করার ফলে এখন মাত্র তিন দিনের মধ্যেই বিদেশ যাত্রার জন্য প্রস্তুত যাত্রী পাসপোর্ট পেতে পারেন।
দ্রুত পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তিনটি আসল শংসাপত্র প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় জরুরী ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ তৎকাল পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় লাগে। যে কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। এক্ষেত্রে পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে যদি ওই ব্যক্তি সরাসরি কাগজপত্র নিয়ে থানায় চলে যান তাহলে ভেরিফিকেশন হয় সহজে। এছাড়াও অনলাইনে ব্যবস্থা আসার ফলে অনেক সমস্যা দূর হয়েছে।
বিদেশ যাত্রা জন্য যে সকল ভারতীয় নাগরিকরা পাসপোর্ট পেতে চান তাদের আরও সহজে পাসপোর্ট দেওয়ার জন্য চালু করা হয়েছে পাসপোর্ট আদালত। করোনাকাল থেকে এই পাসপোর্ট আদালত বন্ধ থাকার পর শনিবার থেকে ফের তা চালু হয়েছে।