২০২৩-এ কোন কোন দিন ছুটি থাকবে স্কুল, তালিকা প্রকাশ করলো পর্ষদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শেষের দিকে ২০২২। এখন শুধু নতুন বছর শুরু হওয়ার অপেক্ষা। নতুন বছর শুরু মানেই নতুন করে উৎসব হইহুল্লোড়ের দিন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন বছরে কোন কোন দিন ছুটি থাকবে সরকারি অফিস। আর এবার জানিয়ে দেওয়া হলো কোন কোন দিন স্কুল ছুটি থাকবে।

Advertisements

নতুন বছরে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে তা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে জানা যাচ্ছে এবার রবিবার বাদে ১০ দিন গরমের ছুটি পাওয়া যাবে। এছাড়াও বাড়ানো হয়েছে পুজোর ছুটি। রবিবার বাদে পূজোর ছুটি পাওয়া যাবে ২৬ দিন।

Advertisements

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, তালিকায় মোট ৬৫টি ছুটির উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব বা প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। তবে সেক্ষেত্রে পরিচালন সমিতি এবং প্রশাসনের অনুমতি নিতে হবে। বছরে মোট ছুটির সংখ্যা কোনভাবেই ৬৫-র বেশি করা যাবে না।

Advertisements

১ জানুয়ারি : ইংরেজি নববর্ষ (রবিবার)।

১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)।

২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (সোমবার)। স্কুলে পালন করতে হবে।

২৫ জানুয়ারি : সরস্বতী পুজোর আগেরবদিন (বুধবার)।

২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার), স্কুলে পালন করতে হবে।

১৪ ফেব্রুয়ারি : পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।

১৮ ফেব্রুয়ারি : শিবরাত্রি (শনিবার)।

৭ মার্চ : দোলযাত্রা (মঙ্গলবার)।

৮ মার্চ : হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।

১৯ মার্চ : শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।

৪ এপ্রিল : মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।

৭ এপ্রিল : গুড ফ্রাইডে (শুক্রবার)।

১৪ এপ্রিল : বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।

১৮ ফেব্রুয়ারি : শিবরাত্রি (শনিবার)।

৭ মার্চ : দোলযাত্রা (মঙ্গলবার)।

৮ মার্চ : হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।

১৯ মার্চ : শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।

৪ এপ্রিল : মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।

৭ এপ্রিল : গুড ফ্রাইডে (শুক্রবার)।

১৪ এপ্রিল : বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।

১৫ এপ্রিল : বাংলা নববর্ষ (শনিবার)।

২১ এপ্রিল : ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।

২২ এপ্রিল : ইদ-উল-ফিতর (শনিবার)।

১ মে : মে দিবস (সোমবার)।

৫ মে : বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)।

৯ মে : রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।

২৪ মে থেকে ৪ জুন : রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।

২০ জুন : রথযাত্রা (মঙ্গলবার)।

২৯ জুন : বকরি ইদ (বৃহস্পতিবার)।

২৯ জুলাই : মহরম (শনিবার)।

১৫ আগস্ট : স্বাধীনতা দিবস (মঙ্গলবার), স্কুলে পালন করতে হবে।

৩০ আগস্ট : রাখি পূর্ণিমা (বুধবার)।

৬ সেপ্টেম্বর : জন্মাষ্টমী (বুধবার)।

২৯ সেপ্টেম্বর : ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)।

২ অক্টোবর : গান্ধী জয়ন্তী (সোমবার)।

১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর : পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে।

১৫ নভেম্বর : বিরসা মুন্ডার জন্মদিবস (বুধবার)।

১৯ নভেম্বর : ছটপুজো (রবিবার)।

২০ নভেম্বর : ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।

২৭ নভেম্বর : গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।

২৫ ডিসেম্বর : বড়দিন (সোমবার)।

এই সকল ছুটির দিন প্রয়োজন পড়লে পরিবর্তন করা হতে পারে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements