আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঘোষণা করেছে যে তাদের ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকলে দিতে হবেনা কোনো ব্যাঙ্কিং চার্জ অর্থাৎ এই অ্যাকাউন্ট হবে জিরো ফি পরিষেবার অন্তর্ভুক্ত। গত শনিবারই ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে যে, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট খুললে, সেই একাউন্টে টাকা জমা দেওয়া, টাকা তোলা, ডিমান্ড ড্রাফট, আইএমপিএস ও এসএমএস এলার্ট প্রভৃতি পরিষেবার জন্য কোনো টাকা লাগবে না।
এই ব্যাংকের প্রায় ২৫টি বহুল ব্যবহৃত পরিষেবা বাবদ প্রদেয় টাকা আর দিতে হবে না বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের যেকোনও শাখায় টাকা জমা দেওয়া বা টাকা তোলা, অন্য যে কোনও গেটওয়ের মাধ্যমে টাকা পেমেন্ট, ডিম্যান্ড ড্রাফ্ট, আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস, চেকবুক, এসএমএস অ্যালার্ট, টাকা তোলার জন্য এটিএমে টাকা না থাকা, আন্তর্জাতিক এটিএম পরিষেবা ব্যবহার সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে ছাড় পাবেন গ্রাহকরা।
এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তাই ব্যাঙ্কের এই পরিষেবাও একদম বিনামূল্যে পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনাকে পূরণ করতে হবে ব্যাঙ্কের একটি শর্ত। এই ব্যাঙ্কে প্রতি মাসে অ্যাকাউন্টে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা থাকা প্রয়োজন। তবেই উপরিউক্ত খরচ থেকে মুক্তি পেতে পারে গ্রাহক। আর সেটা না হলে গ্রাহক এই সুবিধা ভোগ করতে পারবেনা।
গত রবিবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের প্রতিষ্ঠান দিবস পালন হলো খুব ধুমধাম করে। আর এই প্রতিষ্ঠান দিবসের উদযাপন উপলক্ষে এই ব্যাঙ্ক গ্রাহকদের একাধিক উপহারের কথা ঘোষণা করেছে। এই উপহারের মধ্যে থাকবে একাধিক স্কিমও। এই ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, একাধিক গ্রাহক কেন্দ্রিক পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে না কোনো অতিরিক্ত মূল্য।আর এই কারণেই আইডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের মনে এখন খুশির জোয়ার।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের পূর্বে নাম ছিল আইডিএফসি ব্যাংক। এটি একটি বেসরকারি ভারতীয় ব্যাঙ্কিং সংস্থা। যার সদর দপ্তর হলো মুম্বাই। এ ছাড়াও গোটা ভারতবর্ষে এই ব্যাঙ্কের একাধিক শাখাও বর্তমান। ব্যাংকটি ২০১৫ সালে কার্যক্রম শুরু করে। আইডিএফসি জুলাই ২০১৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পায়। ওই একই বছর আইডিএফসি ব্যাঙ্ক বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াতে তালিকাভুক্ত হয়। তাই নিশ্চিন্তে গ্রাহকরা এখানে একাউন্ট খুলতে পারেন।