নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের উপর এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও যাত্রীদের বিভিন্ন সময় স্বাচ্ছন্দ ও নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
যাত্রীরা যাতে আরও ভালো পরিষেবা পান তার জন্য ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে ভারতে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনই হল ভারতের এখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ইতিমধ্যেই দেশে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটছে, আগামী দিনে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে বলে জানানো হয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে যখন ভারতীয়দের মধ্যে উৎসাহ ও কৌতূহল চোখে পড়ার মতো সেই সময় আবার বন্দে মেট্রো ট্রেন চালু করার ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু ঘোষণা নয় পাশাপাশি তিনি এক প্রকার দিনক্ষণও জানিয়ে দিলেন। বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি এবং জানিয়েছেন ১৯৫০-৬০ সময়কালের ডিজাইন বদলে যাবে।
রেলমন্ত্রী নিজে জানিয়েছেন, বন্দে মেট্রো ট্রেনের নকশার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের মে অথবা জুন মাসের মধ্যেই নকশার এই কাজ শেষ হয়ে যাবে এবং তারপর খুব তাড়াতাড়ি ভারতে চলে আসবে বন্দে মেট্রো ট্রেন। বন্দে মেট্রো ট্রেন ভারতে চালু হলে রেলের পরিষেবায় আরও এক যুগান্তকারী পরিবর্তন আসবে তা নিয়ে কোন দ্বিধা নেই।
এর পাশাপাশি বন্দে মেট্রো এক্সপ্রেস ট্রেন চালু করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির দিকে। যে কারণে এর ভাড়া একেবারেই ন্যূনতম রাখা হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন অনুযায়ী এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।