Jio New Year অফার, এক রিচার্জে ৬৩০ জিবি ইন্টারনেট, লম্বা ভ্যালিডিটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারের বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থার পরিষেবা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না। এই টেলিকম সংস্থা প্রথম ভারতীয়দের 4G পরিষেবার আনন্দ দেয়, আবার তারাই প্রথম দেশবাসীকে 5G পরিষেবার আনন্দ দিচ্ছে।

Advertisements

এছাড়াও এই টেলিকম সংস্থা ভারতীয় বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে মূলত এক রিচার্জে একাধিক পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে। আগে আলাদা আলাদা পরিষেবা নেওয়ার জন্য গ্রাহকদের আলাদা আলাদা রিচার্জ করতে হতো। সেই জায়গায় জিও আসার পর এক রিচার্জে আনলিমিটেড কল থেকে শুরু করে এসএমএস, ইন্টারনেট সব কিছু পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন অ্যাপ পরিষেবা বিনামূল্যে।

Advertisements

এবার এই টেলিকম সংস্থা ইংরেজি নতুন বছরের আগে নতুন একটি অফার নিয়ে হাজির হলো তাদের গ্রাহকদের জন্য। তারা নতুন একটি রিচার্জ বাজারে এনেছে যেটি একবার রিচার্জ করলে ৬৩০ জিবি ডেটা পাওয়ার পাশাপাশি গ্রাহকরা পাবেন লম্বা ভ্যালিডিটি। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং এসএমএস করার সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই রিচার্জটি করলে গ্রাহকরা 5G পরিষেবাও পাবেন যেখানে 5G নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে।

Advertisements

Jio নতুন বছরের জন্য নতুন যে রিচার্জ প্ল্যানটি এনেছে সেটি হল ২০২৩ টাকার। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটা। যদিও এই রিচার্জের সঙ্গে কোনও OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে না। ২৫২ দিনের ভ্যালিডিটির সঙ্গে থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। অর্থাৎ এই প্ল্যানের গ্রাহকরা মোট ৬৩০ জিবি ডেটা বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।

Advertisements