নিজস্ব প্রতিবেদন : অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষেবার জায়গা হল ব্যাঙ্ক। বর্তমানে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব কোন অংশে কমেনি। আসলে বিভিন্ন পরিষেবার জন্য কোন না কোন গ্রাহককে প্রতিদিনই ব্যাঙ্কের শাখায় আসতে হয়। গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রে যাতে গ্রাহকরা ছুটির কারণে ব্যাঙ্কের শাখায় এসে ঘুরে না যান তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিবছরের ছুটির তালিকা আগেই প্রকাশ করে থাকে। সেই মোতাবেক ২০২৩ সালে পশ্চিমবঙ্গে কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে।
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক।
২৬ জানুয়ারি সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ফেব্রুয়ারি মাসে সাধারণ ছুটি ছাড়া কোন ছুটি নেই।
৮ মার্চ দোলযাত্রা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৭ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২২ এপ্রিল ইদ-উল-ফিতর উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১ মে শ্রম দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
জুন মাসে ইদ-উল-জোহা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৯ জুলাই মহরম উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মীদের আলাদা করে কোন ছুটি নেই।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর মহালয়া উপলক্ষে কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২১ থেকে ২৪ অক্টোবর (সপ্তমী থেকে দশমী) দুর্গাপুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৮ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২ নভেম্বর কালী পুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এই সকল ছুটি ছাড়াও নতুন বছরে ব্যাংক কর্মীরা সাধারণ ছুটি হিসাবে প্রতি রবিবার এবং প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পাবেন।