নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিত সিং শিরোনামে আসেন। তার শিরোনামে আসার দুটি কারণ দেখা যায়। প্রথম কারণটি হল লাইভ কনসার্ট এবং দ্বিতীয়টি হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।
কলকাতায় লাইভ কনসার্ট আয়োজন নিয়ে যেভাবে টিকিটের দাম বৃদ্ধি পায় তা তাকে শিরোনামে আনতে বাধ্য করে। দেখা যায় টিকিটের দাম লাখ ছুঁয়েছে। তবে এই দামি লাইভ কনসার্ট আদৌ ইকো পার্কে হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম জল্পনা। শোনা যাচ্ছে শিল্পীর লাইভ শো করার জন্য ইকো পার্ক অনুমতি দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।
ইকো পার্কে উদ্যোক্তাদের তরফ থেকে অরিজিতের এই অনুষ্ঠান করা নিয়ে তিন মাস আগে থেকেই ভেনু ঠিক করা হয়। কিন্তু এখন নাকি শোনা যাচ্ছে ইকো পার্কে অনুষ্ঠান করার ক্ষেত্রে আপত্তি রয়েছে হিডকোর। হিডকোর এই আপত্তি তোলার কারণ হিসেবে জানা যাচ্ছে, এমন জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠানের জন্য প্রচুর মানুষের সমাগম হবে আর সেই প্রচুর মানুষের সমাগমের জন্য গাছ-গাছালির ক্ষতি হতে পারে।
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানের অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এখন মিমের বন্যা বইছে। মিমের বন্যা বইছে মূলত এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেনার পর এই পরিস্থিতি নিয়ে। আর এরই সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অরিজিৎ যে ‘গেরুয়া’ গানটি গেয়েছিলেন সেটিকেও।
মিম, মশকরা চলার সঙ্গে সঙ্গে সেখানে দাবি করা হচ্ছে, অরিজিৎ সিং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেরুয়া গান গাওয়ার ফল ভোগ করতে হচ্ছে! ইতিমধ্যেই হিডকোর তরফ থেকে আয়োজক সংস্থাকে অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা হিসাবে বেছে নেওয়া হতে পারে নিকো পার্ক, অ্যাকোয়াটিকা, মিলন মেলা প্রাঙ্গনের মতো জায়গা।