নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল কুলীন ট্রেন রয়েছে সেগুলি হল রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। সম্প্রতি এই তিনটি ট্রেনকে টেক্কা দিতে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রতিটি ট্রেনেরই ভাড়া আকাশ ছোঁয়া, তবে এই সকল ট্রেনে চড়ার ইচ্ছে প্রত্যেকের মধ্যেই রয়েছে।
রাজধানী এক্সপ্রেস হোক অথবা শতাব্দী এক্সপ্রেস, এই সকল ট্রেনে চড়ার স্বপ্ন প্রত্যেকের মধ্যে থাকলেও সেই স্বপ্নকে আরও বেশি জাগিয়ে তোলে বন্দে ভারত এক্সপ্রেস। কারণ এই ট্রেনটি তথাকথিত কুলীন ট্রেনগুলিকে অনেকখানি টেক্কা দিয়েছে। গতি থেকে স্বাচ্ছন্দ সবকিছুতেই বাকি তিন ট্রেনকে টেক্কা দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।
১) বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ তোলার ক্ষমতা রয়েছে ঘন্টায় ১৮০ কিলোমিটার। যদিও বর্তমানে ভারতের লাইনের পরিস্থিতি অনুযায়ী ১৩০ কিলোমিটার গতিবেগ তোলা হচ্ছে। শতাব্দী এক্সপ্রেসের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার হলেও গড় বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় কম।
২) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে অ্যাডভান্সড রিজেনেরেটিভ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যবস্থার ফলে ট্রেনটি অনেক তাড়াতাড়ি থামতে পারে এবং বিদ্যুৎ ৩০ শতাংশ পর্যন্ত বাঁচাতে সক্ষম। অন্য সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্রেকিং ব্যবস্থা অনেক উন্নত।
৩) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচগুলিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যা অন্য কোন ট্রেনের কোচের তুলনায় অনেক হালকা। এর ফলে ট্রেনটি যেমন দ্রুতগতিতে দৌড়াতে সক্ষম হয় ঠিক সেই রকমই দুর্ঘটনা ঠেকাতে বিশেষভাবে কার্যকর।
৪) যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্লাটফর্মে নজরদারি চালানোর জন্য এই ট্রেনে রয়েছে ক্যামেরা। এর ফলে ট্রেনে থাকা অবস্থাতেও প্লাটফর্মে নজরদারি চালানো যায়। পাশাপাশি চালকরা নিজেদের মধ্যে কথাবার্তা বলার পাশাপাশি প্রয়োজন পড়লে যাত্রীদেরও সতর্ক করতে পারবেন।
৫) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এক্সিকিউটিভ কামরায় যে সকল আসন রয়েছে সেগুলি যাত্রীরা ৩৬০ ডিগ্রী পর্যন্ত ঘোরাতে পারেন। এছাড়াও ট্রেনের সমস্ত কামরাতেই রয়েছে ডিফিউজাল লাইটিং ব্যবস্থা, ইনফরমেশন বোর্ড, ওয়াই ফাই সুবিধা, ভ্যাকুয়াম টয়লেট, প্রতিবন্ধী বান্ধব টয়লেট, জিপিএসে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, প্রত্যেক কামরায় লাগানো থাকবে স্ক্রিন, যাতে যাবতীয় তথ্য দেখা যাবে।