নিজস্ব প্রতিবেদন : আস্ত একটি বুলেট আর তার ওপর ৯.৬ ফুটের মই রেখে অনায়াসে সেই মোটরবাইক চালিয়ে রেকর্ড করলেন হুগলির পান্ডুয়ার শতাব্দি ধর। এইভাবে ৭৭.৮ কিলোমিটার বাইক স্টান্ট করে লিমকা বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছেন তিনি। তার এই রেকর্ডের পরিপ্রেক্ষিতে এখন চারদিকে শুধু শুভেচ্ছা বার্তা।
শতাব্দী ধর পান্ডুয়ার খরাজি পাড়ার বাসিন্দা। ছোট থেকেই পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে তার আলাদা আগ্রহ রয়েছে। স্কুল জীবনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই সকল প্রতিযোগিতায় কখনো তাকে প্রথম ছাড়া দ্বিতীয় হতে দেখা যায়নি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা রয়েছে।
২০১৪ সালে শতাব্দী ধর বর্ডার সিকিউরিটি ফোর্সে নিযুক্ত হন। এরপর ২০১৮ সালে প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় পিরামিড মোটরবাইক চালিয়ে ভারতীয় সেনাদের যে মহিলা দল রেকর্ড তৈরি করেছিল সেই দলের সদস্য ছিলেন শতাব্দী। এসবের মধ্যেই ২০২২ সালে শতাব্দী মোটর বাইকের উপর মই রেখে ৭৭.৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন।
শতাব্দীকে এই রেকর্ড করার জন্য একটি রয়েল এনফিল্ড গাড়ির মধ্যে ৯.৬ ফুটের মই রেখে টানা দু’ঘণ্টা ৩৩ মিনিট ট্র্যাকে মোটরবাইক চালাতে হয়। এই রেকর্ড করার পর বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। অল্প বয়সে বাবাকে হারানোর পর অদম্য প্রচেষ্টায় শতাব্দি আজ সংসারের হাল ধরার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করছে।
শতাব্দি ধরের কথা বলতে গেলে তিনি যেমন একজন দেশ রক্ষী ঠিক সেই রকমই আবার মা। তার ১০ মাসের সন্তান রয়েছে। আর এই সব কিছু সামলে যেভাবে তিনি এগিয়ে চলেছেন তাতেই আপ্লুত শতাব্দীর মা, দাদা থেকে শুরু করে পান্ডুয়ার প্রতিবেশীরা। তারা চান আরও এগিয়ে যাক শতাব্দী।