একেই সমগ্র বিশ্ববাসী পেলের মৃত্যুতে শোকাহত, তার মধ্যেই ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালে এটি মর্মান্তিক ঘটনায় আবারো কেঁপে উঠলো বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় দলের ব্যাটসম্যান তথা উইকেটকিপার ঋষভ পান্থ সম্প্রতি বহুল জনপ্রিয়তা লাভ করেছেন তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য। আজ উত্তরাখণ্ডের রূরকি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হলেন।
বয়স মাত্র ২৫ বছর বয়সে ক্রিকেট জগতে নিজের স্থান পাকাপাকি করে নিতে সক্ষম হয়েছেন ঋষভ পান্থ। ইন্ডিয়ান ক্রিকেট টিমে তাবড় তাবড় খেলোয়ারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক ম্যাচ জিতিয়ে নিয়ে যাচ্ছে ভারতের হয়ে। আজ সকালে এক মারাত্মক দূর্ঘটনা ঘটে তার সাথে। গাড়িতে আগুন লেগে যায় এবং তিনি গুরুতর ভাবে জখম হন। চলুন আর জেনে নেই এই কমবয়সী উইকেটকিপারের বার্ষিক আয় তথা মোট সম্পত্তির পরিমাণ ঠিক কতখানি?
ঋষভ পন্থের বার্ষিক উপার্জন
খেলায় তার একমাত্র আয়ের উৎস নয়। তিনি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন। Boat, Dream11, SG, RealMe, Noise ও Cadbury ইত্যাদি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন দিয়ে থাকেন। তিনি তাই সবকিছু থেকে মিলিয়ে বছরে প্রায় ১৭ কোটি টাকা মতো উপার্জন করে থাকেন। উত্তরাখণ্ডের জন্ম হলেও, তিনি খেলার জন্য দিল্লিতে বসবাস করেন। এর ফলে দিল্লির হয়ে বিভিন্ন ম্যাচ খেলে থাকেন। যদিও এখন তিনি পুরোপুরি ভারতীয় ক্রিকেট টিমের উইকেটকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ঋষভ পন্থের মোট সম্পত্তি
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ এ তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। ২০২০ তে তিনি প্রায় ২৯ কোটি টাকার উপরে উপার্জন করে ফেলেন। মাত্র এক বছরে পাঁচ মিলিয়ন ডলার আয়ত্ত করেন ঋষভ পান্থ। এছাড়া কোটি কোটি টাকার গাড়িও আছে তার কাছে। যেহেতু গাড়ির প্রতি তার তীব্র আকর্ষণ রয়েছে, তাই অডি থেকে শুরু করে মার্সিডিজ সমস্ত বহুমূল্য গাড়ি তার গ্যারেজে হাজির।
দুর্ঘটনা নিয়ে কি বললেন ঋষভ
হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থাতেই ঋষভ পন্থ সংবাদ মাধ্যমে একটি ছোট্ট ইন্টারভিউয়ে সব ঘটনা খুলে বলেন। শুক্রবার সকালে তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। প্রচন্ড ঘুমের কারণে প্রায় সময় তার চোখ বুজে বুজে আসছিল। আর ঠিক সেই সময় তিনি খানিক ভারসাম্য হারিয়ে ফেলেন ও গাড়ি ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। এর ফলে প্রচন্ড বাজেভাবে দুর্ঘটনাটি ঘটে। সামনের অংশের কাঁচ কেটে তাকে ভিতর থেকে উদ্ধার করা হয়। সূত্রের খবর যে, বেশ কিছু মাস যাবত তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। এখন এই রকমের পর তাকে আবার ভারতীয় ক্রিকেট টিমে দেখা যাবে কিনা? – সেই প্রশ্ন জেগেছে সকল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।