পন্থকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে দেশের নায়ক এই বাস চালক, কুর্নিশ দেশবাসীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পথ দুর্ঘটনার কবলে পড়ে এখন হাসপাতালে লড়াই চালাচ্ছেন ভারতের জনপ্রিয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ৩০ ডিসেম্বর ভোর রাতে উত্তরাখণ্ডের রুরকির কাছে তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সঙ্গেই আঘাত পান ঋষভ পন্থ। সবচেয়ে বড় বিষয় হলো আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে প্রাণহানিও হতে পারতো।

Advertisements

তবে ভারতীয় এই ক্রিকেটারকে প্রাণহানি থেকে রক্ষা করেন একজন বাস চালক। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিয়ানা রেডওয়েজের বাস চালক সুশীল কুমার। প্রথমে ওই বাস চালক ঋষভ পন্থকে দেখে চিনতে পারেন নি। কারণ তিনি ক্রিকেট খেলা দেখেন না বা দেখার সময় পান না।

Advertisements

তবে দুর্ঘটনা গ্রস্থ অবস্থাতেই ঋষভ পন্থ নিজের পরিচয় দেওয়ার চেষ্টা চালান। যদিও সেই সকল পরিচয় সম্পর্কে এত বেশি নাক না গলিয়ে ওই বাস চালক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকেন। তিনি দ্রুত গাড়ি থেকে ঋষভ পন্থকে বের করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং সোজা হাসপাতালে পাঠান।

Advertisements

সুশীল কুমার নামে ওই বাস চালক সঠিক সময়ে দুর্ঘটনার স্থলে না পৌঁছালে অনেক কিছুই ঘটে যেতে পারত। এইসব কথা মাথায় রেখে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ ওই বাস চালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বাস চালকের ছবি এবং তার নাম পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “হরিয়ানা রোডওয়েজ চালক সুশীল কুমারের প্রতি আমার কৃতজ্ঞতা, যিনি ঋষভ পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে বের করে নিয়ে যান এবং তাঁকে একটি চাদরে মুড়ে অ্যাম্বুলেন্স ডাকেন। সুশীলবাবু আপনার নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী।”

Advertisements