রান্নার গ্যাসের দাম বৃদ্ধি দিয়ে বছর শুরু, দেখে নিন নতুন দামের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই মধ্যবিত্ত পরিবারদের উপর প্রভাব ফেলবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। প্রতিমাসে যেমন রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে সেই রকমই নতুন বছরের জানুয়ারি মাসের রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। দাম নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে প্রতিমাসেই দেখা যায় বাড়ে অথবা কমে। সেই রকম নতুন বছরের প্রথম মাসে দাম বাড়লো রান্নার গ্যাসে।

Advertisements

ইংরেজি বছরের শুরুতেই জানুয়ারি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডার প্রতি। গৃহস্থালীদের ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম একই থাকায় সরাসরি এর প্রভাব পড়বেন না। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পরোক্ষভাবে হলেও প্রভাব ফেলবে আমজনতার ওপর।

Advertisements

বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম বৃদ্ধি করার পর ১ জানুয়ারি থেকে নতুন যে দাম কার্যকর হয়েছে তাতে সিলিন্ডার প্রতি ২৪ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পাওয়ার পর এখন সিলিন্ডার প্রতি দাম হল ১৮৬৯.৫০ টাকা।

Advertisements

দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়াল ১৭৬৭.৫০ টাকা। আগে যা ছিল ১৭৪৩.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৮৪৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮৬৯.৫০ টাকা। মুম্বইতে ১৬৯৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে হয়েছে ১৭১৯.৫০ টাকা। চেন্নাইতে ১৮৯২.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে হয়েছে ১৯১৬.৫০ টাকা।

নতুন বছরের প্রথম দিনেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজ্যের ভিত্তিতে বৃদ্ধি পেলেও গৃহস্থালিদের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একই রয়েছে। গত কয়েক মাস ধরেই গৃহস্থালিদের ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে। তবে সেই দাম মোটেই স্বস্তির নয় বরং তা আকাশছোঁয়া।

Advertisements