নিজস্ব প্রতিবেদন : গত ৩০ ডিসেম্বর রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর ১ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে ট্রেনটি বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করেছে। বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হতেই ট্রেনে চড়ার প্রবণতা বাড়ছে যাত্রীদের। তবে ট্রেনের ভাড়া অনেক বেশি হওয়ার ফলে অনেকেই এই ট্রেনে চড়ার মত সাহসী পদক্ষেপ নিতে পারছেন না।
ভারতীয় রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পাশাপাশি বীরভূমের বাসিন্দাদের সুখবর দিয়ে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে একটি স্টপেজ দেওয়ার ঘোষণা করেছে। বোলপুর শান্তিনিকেতনে স্টপেজ দেওয়ার ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে জেলার বাসিন্দাদের মধ্যে এই ট্রেনে চড়ার সখ আরও বাড়ছে।
ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে আর এই ৬ দিন চলাচল করার সময় নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া দিকে আসার সময় স্টপেজ রয়েছে রাত ৮:২২ মিনিটে। তবে ট্রেনের ভাড়া অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেক বেশি। এমনকি শতাব্দি এক্সপ্রেসের থেকেও বেশি।
যদিও যে সকল যাত্রীদের মধ্যে এই ট্রেনে চড়ার শখ রয়েছে তারা ২১০ টাকা কমে হাওড়া পৌঁছাতে পারেন নির্দিষ্ট পদ্ধতিতে টিকিট কাটলে। টিকিট কাটার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে খোদ আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার সময়। বিষয়টি অনেকের বিশ্বাস না হলেও আইআরসিটিসি এমন অপশন রেখেছে যাত্রীদের জন্য।
বোলপুর থেকে হাওড়া সিসি ভাড়া হল ৭৩৫ টাকা, ‘No Food’ অপশন বেছে নিলে পড়বে ৫৪০.৪০ টাকা। ট্রেনের ভাড়া কম পড়বে ১৯৪.৬০ শূন্য টাকা। ইসি টিকিট এর ক্ষেত্রে বোলপুর থেকে হাওড়ার ভাড়া ১২৪৫ টাকা। টিকিট বুকিং করার সময় যদি ‘No Food’ অপশন বেছে নেওয়া হয় তাহলে পড়বে ১০৩৫.৪০ টাকা। ভাড়া কম পড়ছে ২০৯.৬০ টাকা।