নতুন বছরের প্রথম বদলে গেল এই ৪ নিয়ম, পকেটে টান নাকি সুবিধা

Antara Nag

Published on:

Advertisements

বছরের প্রথমেই ব্যাঙ্কের একগুচ্ছ নিয়ম পরিবর্তন করা হয়েছে। আর এই নিয়ম পয়লা জানুয়ারি রবিবার থেকে ব্যাঙ্কে কার্যকর করা হয়েছে। ব্যাঙ্ক লকার, জিএসটি, ক্রেডিট কার্ড-সহ একাধিক ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম গুলি চালু হওয়ার ফলে গ্রাহকদের কাজ খুবই সহজ হয়ে গিয়েছে।

Advertisements

ব্যাঙ্কগুলি নতুন বছরে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পাল্টে দিয়েছে। ক্রেডিট কার্ডের গ্রাহকদের কাছে এই তথ্য ছিল যে, ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য যত রিওয়ার্ড পয়েন্ট আছে, সেগুলি গ্রাহকরা ৩১ ডিসেম্বরের মধ্যেই যেনো খরচ করে ফেলেন। কারণ বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে।

Advertisements

নতুন বছরে ব্যাঙ্কের তরফ থেকে জিএসটি ই-ইনভয়েস ও ইলেকট্রনিক বিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে কেন্দ্রীয় সরকারের তরফে জিএসটি ইনভয়েসের ঊর্ধ্বসীমা ছিল বার্ষিক ২০ কোটি টাকা। এখন থেকে সেটি কমিয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ, যে সকল ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৫ কোটি বা তার থেকে বেশি, তাঁদের সকলেরই এবার থেকে জিএসটি ইনভয়েস বিল ব্যবহার করতে হবে। মনে করা হচ্ছে যে, জিএসটি ইনভয়েসের পরিধি বাড়িয়ে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে।

Advertisements

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকেই ব্যাঙ্ক লকার সম্পর্কিত সকল নিয়ম মেনে চলতে হবে ব্যাঙ্কগুলিকে। লকার-গ্রাহকদের সাথেও নুতন ভাবে চুক্তি বদ্ধ হয়ে হবে ব্যাঙ্কগুলিকে। আরবিআই ২০২১ সালের ৪ অগস্ট প্রথম এই নতুন নিয়মের কথা সর্বসমক্ষে ঘোষণা করেছিল। আর সেই নিয়ম কার্যকরী হতে চলেছে ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে। ব্যাঙ্কে আগে থেকেই যাদের লকার আছে, তাদের লকার রাখার চুক্তি রিনিউ করার জন্য পুনরায় সকল তথ্য প্রমাণাদি ব্যাঙ্কে জমা করতে হবে এবং চুক্তিতে সই করতে হবে।

আরবিআই সেফ লকার ডিপোজিটের সমস্ত গ্রাহকদের সঙ্গে শীঘ্রই এই চুক্তি রিনিউ করার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে।আরবিআই-এর তরফে বলা হয়েছে যে, সমস্ত ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠানকে IBA-drafted Model Locker Agreement মেনে চলতে হবে। এই চুক্তি আরবিআইয়ের নতুন নিয়ম ও সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ঠিক করা হয়েছে। আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে, এবার থেকে সেফ ডিপোজিট এরিয়াকে সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনতে হবে। এবং কমপক্ষে ১৮০ দিন সেই ফুটেজ রেখে দিতে হবে। যাতে দরকার পরলে ব্যাঙ্ক সেই ফুটেজ ব্যবহার করতে পারে।

Advertisements