জানুয়ারি মাসেই বাংলা সফরে অমিত শাহ, প্রথম সভা হবে বীরভূমে, সম্ভাব্য দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনের পরেই রয়েছে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে একাধিক রাজনৈতিক দলের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি তৎপরতা শুরু করা হয়েছে বিজেপির তরফ থেকেও।

Advertisements

ইতিমধ্যেই এই দুই নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচির ঘোষণা করতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধীদল বিজেপিকে। সেই রকমই সোমবার বীরভূমে সংগঠন খতিয়ে দেখতে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি সিউড়ির জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক করার পর অমিত শাহের বীরভূমের সভা করার দিন জানান।

Advertisements

লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, জানুয়ারি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর শুরু হচ্ছে এবং সেই সফর শুরু হবে তারাপীঠে তারা মায়ের পুজো দিয়ে। প্রথম দিনেই তিনি তারাপীঠে তারা মায়ের পুজো দেওয়ার পর সিউড়িতে সভা করবেন। এছাড়াও তারকেশ্বরে বাবা তারকনাথের আশীর্বাদ নিয়ে সভা করবেন।

Advertisements

সম্ভাব্য দিনক্ষণ নিয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি অমিত শাহ বীরভূমে এসে সিউড়িতে সভা করবেন এবং ওই দিনই হুগলির তারকেশ্বরে সভা করবেন। অমিত শাহের সভা ঘিরে এদিন লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা সেরে ফেলেন।

কোন মাঠের সভা হবে সেই সম্পর্কে সঠিকভাবে কিছু জানা না গেলেও সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশন স্কুল মাঠ, নহুদুরির মাঠ অথবা কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কোন একটি মাঠে সভা করা হতে পারে। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশন মাঠ পরিদর্শন করে দেখেন।

Advertisements