ট্রেনে সারারাত গঞ্জিকা সেবন মেয়েদের, অতিষ্ঠ যাত্রীরা, না দেখলেই বিশ্বাস হবে না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গঞ্জিকা সেবন তো দূরের কথা প্রকাশ্যে ধূমপানও ভারতে নিষিদ্ধ। ধূমপান করার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় করতে হয়। আর তা না হলে জরিমানা সম্মুখীন হতে হয় ধূমপায়ীদের। অন্যদিকে ট্রেন, বাসের মতো গণপরিবহনে যাতায়াত করার ক্ষেত্রে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ সেই জায়গায় একদল মেয়ের কীর্তি অতিষ্ঠ করল যাত্রীদের।

Advertisements

ট্রেনে যেখানে ধূমপান নিষিদ্ধ সেই জায়গায় একদল মেয়ের গঞ্জিকা সেবন চলল বহাল তবিয়তে। অন্যান্য যাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলেও প্রত্যেকে বিষয়টি নিয়ে চুপ করে থাকেন। তবে এদের মধ্যেই একজন সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি দাবি করেছেন চলন্ত ট্রেনের সিগারেট নয় পাশাপাশি গঞ্জিকা সেবন করতে মত্ত ছিলেন ওই মেয়েরা।

Advertisements

পরমানন্দ কুমার শাও নামে এক ব্যক্তি ওই ভিডিও করে গত সোমবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেছেন। যে ভিডিওটিতে একটিমাত্র মেয়েকে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে ওই মেয়েটি ট্রেনের টয়লেটের বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহাল তবিয়তে গঞ্জিকা সেবন করছেন।

Advertisements

পরমানন্দ কুমার শাও ভিডিওটি আপলোড করার পাশাপাশি দাবি করেছেন, ওই ট্রেনটি আসানসোল থেকে ছেড়েছিল এবং একদল মেয়ে ট্রেনে সারারাত ধরে সিগারেট ও গাঁজা খেয়ে গিয়েছে, যারা তাঁর পাশেই বসেছিলেন। এমন ঘটনাটি ঘটেছিল টাটানগর-কাটিহার এক্সপ্রেসে।

ওই ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রেলমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, “এই মেয়েগুলো রাতভর গাঁজা আর সিগারেট খেয়েছে। টাটা কাটিহার ট্রেনে এরা আসানসোল থেকে উঠেছিল।” এমনকি এই ঘটনার পর রিপ্লাইয়ে রেলওয়ে সেবা-র তরফ থেকে তাঁর জার্নির বিস্তারিত জানানোর আবেদন জানানো হয়েছে।

Advertisements