নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে জায়গা করে নেওয়া টেলিকম সংস্থাটি হলো Jio। এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত যেভাবে গ্রাহকদের নতুন নতুন অফার দিচ্ছে তাতেই তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রয়েছে দেশের প্রথম টেলিকম সংস্থা হিসাবে 4G এবং 5G পরিষেবা প্রদান করা।
ইতিমধ্যেই দেশের সব জায়গায় 4G পরিষেবা প্রদান করার পর এখন ধাপে ধাপে 5G পরিষেবা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। তিনশোর কাছাকাছি শহরে ইতিমধ্যেই 5G পরিষেবা পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্ল্যান সংস্থার তরফ থেকে লঞ্চ করা হচ্ছে। সেরকমই এমন একটি প্ল্যান আনা হয়েছে যাতে একজন গ্রাহক রিচার্জ করলে চারটি মোবাইল চলবে।
একটি নম্বরে এই প্ল্যান থাকলে চারটি মোবাইল চলবে তা অনেকের কাছে অবিশ্বাস্য। স্বাভাবিকভাবেই তা বিশ্বাস না হওয়ার মতো হলেও এইরকম একটি প্ল্যান সংস্থার তরফ থেকে আনা হয়েছে আর যার নাম দেওয়া হয়েছে ফ্যামিলি প্ল্যান। এমন প্ল্যান অবশ্য পোস্টপেড গ্রাহকদের জন্য। তবে এই প্ল্যান যে সকল গ্রাহকরা বহন করছেন তাদের খরচ অনেক কমে যাচ্ছে।
Jio-র পোস্টপেড প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। তবে ফ্যামিলি প্ল্যান ব্যবহার করার জন্য গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ৫৯৯ টাকা। এই ধরনের ফ্যামিলি প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা তাদের পরিবারের একাধিক সদস্যদের একটি প্ল্যানের মধ্যে যোগ করতে পারবেন। ৫৯৯ টাকার প্ল্যানে পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দে নিজেদের নম্বর ব্যবহার করতে পারবেন।
৫৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে মোট ১০০ জিবি ডেটা। এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা তাদের পরিবারের একজনের সদস্যকে যুক্ত করতে পারবেন। ৭৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় ২০০ জিবি ডেটা, যা মোট তিনজন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ৯৯৯ টাকার প্ল্যান রয়েছে, যেটিতে পাওয়া যায় মোট ৫০০ জিবি ডেটা। এই প্ল্যানটি একই পরিবারের চারজন একসঙ্গে ব্যবহার করতে পারবেন।