নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন। দূরপাল্লার ট্রেন যেমন যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে লোকাল ট্রেনও (Local Train)। যে কারণে দূরপাল্লার ট্রেন হোক অথবা লোকাল ট্রেন বাতিল থাকলেই যাত্রীদের ভোগান্তির শেষ থাকে না।
রেল পরিষেবার উপর নির্ভর করে যখন প্রতিনিয়ত যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন সেই সময় একটি খারাপ খবর দেওয়া হলো রেলের তরফ থেকে। রেলের তরফ থেকে দেওয়া খারাপ খবরে জানানো হয়েছে মার্চ মাস জুড়ে হাওড়া থেকে ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই বিপুল সংখ্যক লোকাল ট্রেন বাতিল থাকার কারণে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
রেলের তরফ থেকে জানা গিয়েছে, রেললাইনে কাজ চলার কারণে হাওড়া শাখার লিলুয়া বর্ধমান রুটে ১৪ টি ট্রেন বাতিল রাখা হচ্ছে। এই রুটে হাই স্পিড ট্রেন চালানোর জন্য কাজ চলছে। আর সেই কাজের জন্য দীর্ঘ সময় লাগবে। এরই পরিপ্রেক্ষিতে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৪ টি লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি মালদা ডিভিশনের ক্ষেত্রেও বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। পাশাপাশি কিছু ট্রেন দেরিতে চলবে বলেও জানানো হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এমন পরিস্থিতির জন্য যাত্রীরা যেন হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হন।
হাওড়া থেকে বাতিল ট্রেন : ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫।
বর্ধমান থেকে বাতিল ট্রেন : ৩৭৮৩৪ ও ৩৭৮৪০।
পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন : ৩৭৬১৪।
তারকেশ্বর থেকে বাতিল ট্রেন : ৩৭৩৫৪।
শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন : ৩৭০১২।
গুরাপ থেকে বাতিল ট্রেন : ৩৬০৭২।
Cancellation of Few EMU Trains for Upgradation Work in Liluah – Barddhaman Section pic.twitter.com/KtN0amQFJN
— Eastern Railway (@EasternRailway) February 28, 2023
মশাগ্রাম থেকে বাতিল ট্রেন : ৩৬০৮৬।