‘Train’ শব্দের পুরো অর্থ কি, আপনিও জানেন না, আকাশ থেকে পড়ার কিছু নেই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমরা দেশের অধিকাংশ মানুষই প্রতিদিন ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকে। যে কারণে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। তবে প্রতিদিন ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করলেও ট্রেনের অনেক অর্থ রয়েছে যেগুলি জানি না। ১০ জনের মধ্যে ৭ জন ট্রেনের বিভিন্ন শব্দের অর্থ জানেন না। আবার Train শব্দটির পুরো অর্থ কি তা ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না। বিষয়টি আকাশ থেকে পড়ার মতোই।

Advertisements

Train শব্দটির পুরো অর্থ জানার আগে আরও বেশ কয়েকটি শব্দের পুরো অর্থ জেনে নেওয়া যাক যেগুলি ভারতীয় রেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যেমন IRCTC, এর পুরো অর্থ হলো Indian Railway Catering & Tourism Corporation।

Advertisements

এছাড়াও রয়েছে IRFC। এর পুরো অর্থ হলো Indian Railway Finance Corporation। রয়েছে IRCON, যার পুরো অর্থ হলো Indian Railway Construction Limited।

Advertisements

RVNL, যে শব্দটিও রেলওয়ের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এর পুরো অর্থ হলো Rail Vikash Nigam Limited। RDSO, যার পুরো অর্থ হলো Research Design Standard Organization।

এবার আসা যাক Train শব্দের পুরো অর্থ কি? ট্রেনকে আমরা বাংলায় বলে থাকি রেলগাড়ি। তবে ট্রেন শব্দটি একটি শর্ট ফর্ম। ট্রেন শব্দটির ফুল ফর্ম হল Tourist Railway Association Inc। আপনার কি জানা ছিল ট্রেন শব্দের ফুল ফর্ম! আশা করি না। তবে এবার জানা হয়ে গেল আর কেউ যদি আপনাকে ট্রেন শব্দের ফুল ফর্ম জিজ্ঞেস করে তাহলে এক নিমেষে বলে দিতে পারবেন।

Advertisements