নিজস্ব প্রতিবেদন : খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই জীবনের বড় অংশ কাটিয়েছেন বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। মাথার ঘাম পায়ে ফেলে গ্রামে গ্রামে বাদাম ফেরি করে বেড়াতেন। তবে হঠাৎ তার ভাগ্য বদলে দেয় তার কাঁচা বাদাম (Kacha Badam) গান। যে গানের দৌলতেই তিনি সেলিব্রিটি হয়ে ওঠেন এবং নিজের স্বপ্ন পূরণে লেগে পড়েন।
কিন্তু ভাগ্যের পরিহাসে ভুবন বাদ্যকর আজ ফের অসহায় হয়ে পড়েছেন। অসহায় হয়ে পড়েছেন মূলত তার কাঁচা বাদাম গানের উপর কপিরাইটের ভিত্তিতে। তারই গানে কপিরাইট হাতিয়ে নিয়েছেন বীরভূমের এক মিউজিক ভিডিও নির্মাতা বলে অভিযোগ তার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিজের গানই গাইতে পারছেন না।
অন্যদিকে কপাল দোষে তিনি যে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানিয়ে ছিলেন সেই বাড়িতেও থাকতে পারছেন না। এলাকার বিভিন্ন মানুষের চাঁদার জুলুমের কারণে তিনি সেই বাড়ি ছেড়ে দুবরাজপুরে একটি বাড়ি ভাড়া নিয়েছেন। দুবরাজপুরে যে বাড়িটি তিনি ভাড়া নিয়েছেন তার জন্য তাকে মাসে ২৭০০ টাকা ভাড়া দিতে হয়। কিন্তু রোজগার না থাকার কারণে তার বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে রোজগার হারিয়ে ভুবন বাদ্যকর অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়েছেন। কতদিন এইভাবে চলবে তাও তিনি বুঝতে পারছেন না। তার কথা অনুযায়ী ছেলের রোজগারে এখন তার সংসার চলছে। আবার ছেলের রোজগারও সীমিত হওয়াই খুবই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। যেভাবে গত কয়েক মাস কাটিয়েছেন সেইভাবে আর কাটাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তবে ভুবন বাদ্যকরের এমন পরিস্থিতি নিয়ে এখন তার অনুরাগীরা দুঃখ প্রকাশ করলেও এমন অনেকেই রয়েছেন যারা বিষয়টির জন্য ভুবন বাদ্যকরকেই দায়ী করছেন। অনেকেই মনে করছেন ঠিক যেমনটা রানু মন্ডলের (Ranu Mondal) ক্ষেত্রে হতে দেখা গিয়েছিল ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ভুবন বাদ্যকরের ক্ষেত্রেও।