নিজস্ব প্রতিবেদন : ভাইরাল (Viral) হয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যা কম নয়। রয়েছেন ভুবন বাদ্যকর, মিলন কুমার, রানু মন্ডল সহ দেশ-বিদেশের বহু তারকা। ঠিক সেই রকমই এবার গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতোই দেখতে হুগলির মাছ ব্যবসায়ী সুকুমার হালদার (Sukumar Halder) ভাইরাল হলেন। তবে অন্যান্য ভাইরাল হওয়া তারকাদের থেকে ইনার এবং ইনার স্ত্রীর আচার-আচরণ একেবারেই আলাদা।
ভাইরাল হওয়ার পর ভাইরাল তারকাদের ক্যামেরার সামনে এসে ফলাও করতে দেখা যায়। কিন্তু সুকুমার বাবু এবং তার স্ত্রীর ক্ষেত্রে দেখা গেল একেবারে আলাদা ছবি। তারা এমন একটি নামের সঙ্গে যুক্ত হয়ে ভাইরাল হয়েছেন যা রীতিমতো তাদের বিড়ম্বনায় ফেলেছে বলে দাবি করছেন তারা। আর ক্যামেরা দেখলেই ফোসফাঁস করে উঠছেন সুকুমার বাবু এবং তার স্ত্রী শুক্লা হালদার।
ভাইরাল হওয়ার পর সুকুমার বাবুর ছবি করতে সাংবাদিকরা হুগলির শেওড়াফুলির বাজারে গেলে সেখানে যেমন তাকে বিব্রত হতে দেখা যায় ঠিক সেই রকমই তার স্ত্রী কেউ রীতিমতো তেড়ে আসতে দেখা যায়। যদিও সাংবাদিকরা ওনাকে বুঝিয়ে পরিস্থিতির সামাল দেন। তবে তারা দুজনেই অনুব্রতর নামের সঙ্গে ভাইরাল হতে চাইছেন না এবং এর ফলে তাদের অনেক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন।
শুক্লা হালদার জানিয়েছেন, “ও অনুব্রত মণ্ডল! কি অবস্থা! এগুলো শুনে আমরা কষ্ট পাচ্ছি আর কিছু নয়। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে দুটি ঘর দেনার দায়ে বিক্রি করার পর এখন ভাড়া বাড়িতে থেকে সারাদিন কষ্ট করে এই বাজারে মাছ বিক্রি করছে ও (সুকুমার হালদার)। কিন্তু এই যে জিনিসটা করেছে তার আমি প্রচুর শাস্তি চাই। এখন আমাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। যিনি এমন করেছেন তাকে খুঁজে বের করতে হবে আপনাদের আর তার যেন জঘন্যতম শাস্তি হয়।”
ভাইরাল কেষ্ট অর্থাৎ সুকুমার হালদার তো লোককে ‘আমি কেষ্ট নয়, কেষ্ট নয়’ বলতে বলতে হয়রান হয়ে পড়েছেন। বারবার অনুব্রত মণ্ডলের সঙ্গে তাকে তুলনা করায় তিনি বলতে বাধ্য হচ্ছেন, ‘এবার কি বুকে পোস্টার লাগিয়ে বলবো, আমি কেষ্ট নই’। তিনি জানিয়েছেন, ‘আমি ঐরকম মানুষই নয়। আমি এইরকম কাজই করি না। যে করেছে (ছবি ভাইরাল) ভুল করেছে, অন্যায় করেছে।’