শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), সোশ্যাল মিডিয়ার একজন বিতর্কিত মুখ হলেন তিনি। তিনি যাই করেন তাতেই ভাইরাল হয়ে যান এবং তাকে নিয়ে ট্রোল করা হয়। তবুও টলিউডের (Tollywood) এক গুণী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। যদিও অভিনয় বাদ দিয়ে বরাবর তার ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে সর্বত্র। তবে তার জীবন সম্পর্কে মানুষের কৌতূহলও কম নয়। তাই তো এবার তার ডাক নাম এলো চর্চায়।
সোশ্যাল মিডিয়ায় (Social media) তারকাদের নিয়ে ট্রোল (Troll) করা নতুন কিছু নয়। তবে কিছু তারকা আছেন যাদের নিয়ে যেন ট্রোল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। সেই তালিকায় আছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে এবার আলোচনার কারণটি হলো অন্য। এবার আলোচনার কারণ নায়িকার ডাক নাম।
ডাকনাম (Nick name) নিয়ে আমরা কমবেশি সবাই বিপাকে পড়ি। সবার সামনে মা বা বাড়ির লোক এমন নামে ডেকে ফেলে যার জন্য আপনাকে লজ্জায় পরতে হয়। তবে এ সমস্যা শুধু আপনার নয়, টলিউডের নায়িকাদেরও এরকম মজার মজার ডাক নাম আছে। আর যার জন্য তাদেরও মাঝে মধ্যেই সকলের সামনে লজ্জায় পরতে হয়।সম্প্রতি জানা গিয়েছে শ্রাবন্তীর ডাক নাম নাকি গিন্টু (Gintu)। তাঁকে ছোটোবেলায় নাকি পুতুলের মতো দেখতে ছিল। আর সেই কারণে নায়িকার বাবা দিয়েছিলেন এই আদরের নাম।
এই প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি বিয়ের সাজে শ্রাবন্তী হাজির হন ইনস্টাগ্রামে। লাল বেনারসি, শরীর ভর্তি গয়না, মাথায় মুকুট পরে একেবারে নববধূর সাজে শ্রাবন্তী। নায়িকার নতুন এই ব্রাইডাল ফটোশুটের ভিডিও দেখে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। বিয়ের সাজে শ্রাবন্তীর ছবি দেখে কমেন্ট বক্সে নোংরা মন্তব্য করতে একবারও ভাবেননি ট্রোলাররা। কেউ লিখেছেন, প্রসেনজিতের মতো চার নম্বর বিয়েটা সেরে ফেলুন। কেউ আবার মন্তব্য করেছেন, বিয়ের ফটোশ্যুট করা ছাড়া আর কোনও কাজ নেই। এছাড়াও আরও অনেক কটাক্ষ করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
অন্যদিকে দু’দিন আগেই শ্রাবন্তী ও রোশনের বিবাহ বিচ্ছেদের মামলায় নিয়েছে নতুন মোড়। ভারতীয় দন্ডবিধির ১২৫ ধারায় রোশনের বিরুদ্ধে যে খোরপোশের মামলা করেছিলেন শ্রাবন্তী, তাতে আপাতত স্থগিতাদেশ ছিল আদালত। এ দিন অর্থাৎ মঙ্গলবার আদালত তরফে এমনটাই জানানো হয়েছে। তবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ মামলা করেছিলেন রোশন, তা এখনও চলবে বলেই জানিয়েছে আদালত।