ফের কপাল খুলল টিটাগড় ওয়াগনের, কোটি কোটি টাকার ট্রেনের চাকা তৈরি হবে বাংলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) দিন দিন উন্নতি হওয়ার পাশাপাশি উন্নতি হচ্ছে বাংলা টিটাগড় ওয়াগানের। দিন কয়েক আগেই বন্দে ভারত (Vande Bharat) তৈরীর বরাত পেয়েছিল বাংলার এই কারখানা। আর এবার তারাই জিতে নিল কোটি কোটি টাকার নিলামে ট্রেনের চাকা তৈরির বরাত। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় এবার ট্রেনের চাকা তৈরি করা হবে বাংলাতেই।

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ফরজিং কনসরটিয়াম ও টিটাগড় ওয়াগন লিমিটেড যৌথভাবে এমন বরাত পেয়েছে। মোটা অংকের এই বরাত পাওয়ার ক্ষেত্রে টিটাগড় ওয়াগান পিছনে ফেলে দেয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এবং ভারত ফোর্জকে। এই নিলাম জেতার ক্ষেত্রে ১২৫০০ কোটি টাকার চুক্তি হয়।

Advertisements

টিটাগড় ওয়াগন রেলের তরফ থেকে এই প্রজেক্ট নিজেদের হাতে পাওয়ার ফলে তারা প্রতি বছর ৮০ হাজার ট্রেনের চাকা তৈরি করবে। ২০ বছরের জন্য রেলের সঙ্গে এমন চুক্তি হলো টিটাগড় ওয়াগনের। এই প্রজেক্টের বরাত পাওয়ার ক্ষেত্রে ভারত ফোর্জের দর ছিল ১৭৮৭৫ কোটি টাকা এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) -এর দর ছিল ১৮,৮১৭.৫ কোটি টাকা। কিন্তু ৫ কোটি টাকা কম দর হাঁকে টিটাগড় ওয়াগন লিমিটেড ও রামকৃষ্ণ ফরজিং কনসরটিয়াম।

Advertisements

রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, এই টেন্ডার ডাকা হয়েছিল ২৪ জানুয়ারি ২০২৩। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল এই টেন্ডার। এই টেন্ডারে স্বচ্ছতার সঙ্গে নিলাম হয়েছে। এই প্রজেক্টের মধ্য দিয়ে এবার ধাপে ধাপে বিদেশ থেকে ট্রেনের চাকা আমদানি করার হতে চলেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল ১৯৬০ সাল থেকে রেলের বিভিন্ন ধরনের ট্রেনের কোচের জন্য প্রয়োজনীয় চাকা আমদানি করতো চেক প্রজাতন্ত্র, ব্রিটেন, চিন, জাপান, রাশিয়া থেকে। কিন্তু রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বাঁধলে ট্রেনের চাকা আমদানি করার ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও মেকিং ইন্ডিয়া প্রজেক্টকে আরও তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতেই ট্রেনের চাকা তৈরি করার বিষয়ে সরকার বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Advertisements