রতন টাটা মুম্বাইয়ে ঘুরছেন টাটা ন্যানো ইলেকট্রিকে, ধরা পড়ল ভিডিওতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত তথা বিশ্বে যে সকল শিল্পপতি রয়েছেন তাদের মধ্যে একেবারেই আলাদা হলেন রতন টাটা (Ratan Tata)। তিনি এমন একজন মানুষ যার নামই যথেষ্ট, বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তিনি শিল্পপতির থেকে আরও বেশি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন মানুষের পাশে থাকার জন্য। এই রতন টাটাকেই মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল টাটা ন্যানো (Tata Nano) গাড়িতে ঘুরে বেড়াতে।

Advertisements

রতন টাটা খুব সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করলেও গাড়ির প্রতি তার আলাদা শখ রয়েছে। তিনি নিজের গ্যারেজে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রাখেন। রতন টাটার সেই গাড়ি কালেকশনের তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নাম আর তা হলো Tata Nano Electric। যদিও এই গাড়িটি এখনো পর্যন্ত বাজারে লঞ্চ করা হয়নি।

Advertisements

ইলেকট্রিক ভেহিকল পাওয়ারট্রেন সলিউশনস কোম্পানি Electra EV আপাতত এই গাড়িটি কেবলমাত্র রতন টাটার জন্য ডিজাইন করেছে বলে জানা যাচ্ছে। রতন টাটার জন্য আলাদাভাবে গাড়িটি ডিজাইন করার পর তাকে সংস্থার তরফ থেকে উপহার দেওয়া হয়। এই গাড়িটি চড়েই রতন টাটাকে দেখা যায় মুম্বাইয়ের তাজমহল হোটেলে প্রবেশ করতে।

Advertisements

Instagram এ আপলোড হওয়ার পর এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। যদিও ভিডিওটি গত বছর আপলোড করা হয়েছিল এবং তারপর থেকে লাগাতার ভাইরাল হয়ে চলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রতন টাটা যে গাড়িটি চড়ে আসছেন সেটি সাদা রংয়ের Tata Nano Electric। গাড়িতে চালক হিসাবে বসে রয়েছেন সান্তনু নাইডু এবং তার পাশেই রয়েছেন রতন টাটা।

গাড়িটি ইলেকট্রিক ভার্সনে তৈরি করার পর ফিডব্যাক প্রোডাক্ট হিসাবে রতন টাটাকে উপহার দেওয়া হয়। সাধারণ টাটা ন্যানো ডিজাইনের উপর ভিত্তি করেই নতুন এই গাড়িটি করা হয়েছে। 72V আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে গাড়িটিকে নতুন ভাবে ইলেকট্রিক ভার্সনে রূপান্তরিত করার জন্য। মনে করা হচ্ছে, গাড়িটির ড্রাইভিং রেঞ্জ ১৬০ কিমি এবং মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই গাড়িটি ঘন্টায় ০-৬০ কিমি স্পিড তুলতে পারবে।

Advertisements