নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই শেষ হতে চলেছে মার্চ মাস। মার্চ মাস শেষ হওয়া মানে কেবল একটি মাস শেষ হওয়া নয়, এর পাশাপাশি শেষ হয় একটি আর্থিক বর্ষ (Financial Year)। যে কারণে প্রত্যেকের কাছেই মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই মার্চ মাসেই দেশের নাগরিকদের সেরে ফেলতে হবে ৫টি গুরুত্বপূর্ণ কাজ।
১) ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Aadhaar Link) করার কাজ। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই কাজটি করে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।
২) ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ৩১ মার্চ ২০২৩ শেষ সময়সীমা। বেতনভোগী করদাতাদের জন্য 80C ধারা সঞ্চয়ের জন্য সবথেকে ভালো সুযোগ করে দেয়। তবে এই সুযোগ পেতে হলে অবশ্যই ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করতে হবে।
৩) ২০২১-২২ অর্থবছরের জন্য 12B জমা দেওয়ার শেষ তারিখ হলো ৩১ মার্চ। এই ফর্মটি সেই সকল বেতনভোগী কর্মচারীদের জন্য যারা একটি অর্থ বর্ষ শেষ হওয়ার আগেই অন্য সংস্থায় যোগ দেন। চাকরি পরিবর্তন করা সেই সকল কর্মচারীদের নতুন রিপোর্ট জমা করার জন্য 12B ফর্ম পূরণ করতে হয়।
৪) ২০২১-২২ অর্থ বর্ষের জন্য বিলম্বিত আইটিআর বা সংশোধিত আইটিআর ফিলাপ করার শেষ তারিখ হল ৩১ মার্চ ২০২৩।
৫) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি করার জন্য সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০২৩। সুতরাং যে সকল গ্রাহকরা কেওয়াইসি সংক্রান্ত মেসেজ পেয়েছেন অথবা কেওয়াইসির জন্য ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে তাদের ৩১ মার্চের মধ্যেই কেওয়াইসি করিয়ে নিতে হবে।