বাংলায় ছুটবে দ্বিতীয় বন্দে ভারত, সামনে এলো সম্ভাব্য টাইম টেবিল এবং স্টপেজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্ন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সেই স্বপ্ন এখন বাস্তবায়িত এবং এই স্বপ্নের ট্রেন বর্তমানে দেশের বিভিন্ন রুটে তীব্র গতিতে যাতায়াত করছে। দেশের বিভিন্ন রুটের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই একটি বন্দে ভারত যাতায়াত শুরু করেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সপ্তাহে ছয় দিন যাতায়াত করে স্বপ্নের ট্রেনটি।

Advertisements

এবার বাংলা দ্বিতীয় বন্দে ভারত পেতে চলেছে এবং দ্বিতীয় বন্দে ভারত ছুটবে নিউ জলপাইগুড়ি থেকে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যাবে গুয়াহাটি (NJP-Guwahati Vande Bharat Express) পর্যন্ত। এই ট্রেনটি কোন কোন দিন যাতায়াত করবে এবং কখন কোন স্টেশন থেকে ছাড়বে অথবা কোথায় কোথায় স্টপেজ দিবে তার একটি সম্ভাব্য সূচি আমাদের হাতে এসেছে।

Advertisements

২২২২৭ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য সূচি অনুযায়ী অনুযায়ী জানা যাচ্ছে ট্রেনটি সকাল ৬ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। বেলা ১২ টা ৩০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছাবে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যেতে ৬ ঘণ্টা ১৫ মিনিট লাগবে।

Advertisements

২২২২৮ গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী দুপুর ১ টা ৩০ মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে। ফিরতি পথেও ৬ ঘণ্টা ১৫ মিনিট লাগবে বন্দে ভারত এক্সপ্রেসের।

প্রস্তাবিত সূচি অনুযায়ী জানা যাচ্ছে সপ্তাহে ছয় দিন ট্রেনটি যাতায়াত করবে। সোমবার ট্রেনটির রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে ট্রেনটি মাঝে চারটি স্টেশনে স্টপেজ দেবে। সেই স্টেশনগুলি হল নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া জংশন।

Advertisements