নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করার সময়সীমা ফের একবার বাড়ানো হলো। আগে ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা জানানো হলেও তা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। এই সময়সীমা বৃদ্ধি করার ফলে এখনো পর্যন্ত যারা লিঙ্ক করাতে পারেননি তারা নতুন করে সুযোগ পাচ্ছেন।
এর আগেও প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সময়সীমা একাধিক বার বৃদ্ধি করা হয়েছে। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে অভিযোগ, বিভিন্ন সাইবার ক্যাফে সহ অন্য কোন মাধ্যমে এই লিঙ্ক করানো হলে বাড়তি ১০০ টাকা অর্থাৎ ১১০০ টাকা নেওয়া হচ্ছে।
এক্ষেত্রে যদি নাগরিকরা নিজেরাই নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করান তাহলে বাড়তি ১০০ টাকা লাগবে না। কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ২০ শতাংশ নাগরিক তাদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাননি। নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর নিজেরাই লিঙ্ক করানো এবং ১০০০ টাকা প্রদান করার সহজ পদ্ধতি রয়েছে।
আপনাকে প্রথমেই NSDL পোর্টালের ট্যাক্স পেমেন্ট পেজে ভিজিট করতে হবে এবং সেখানে নন-টিডিএস/টিসিএস ক্যাটাগরির অধীনে থাকা Challan no./ITNS 280 অপশনটি সিলেক্ট করতে হবে। পরবর্তী পেজে ট্যাক্স অ্যাপ্লিকেবেল অপশনে 0021 Income Tax (other than companies) এই ট্যাব বেছে নিতে হবে। সেখানে টাইপ অফ পেমেন্ট অপশনে 500 Other Receipts অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর পেমেন্ট করার অপশন পাওয়া যাবে। বিভিন্ন মোডে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট হওয়ার চারদিন পর প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে যে নির্দিষ্ট বক্স রয়েছে সেই নির্দিষ্ট বক্সে প্যান নম্বরের জায়গায় নিজেদের প্যান নম্বর দিতে হবে এবং আধার নম্বরের জায়গায় নিজের আধার নম্বর দিতে হবে
এগুলি দেওয়ার পর Validate অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে। যদি না হয়ে থাকে তাহলে পরবর্তী পেজে যাওয়ার জন্য অপশন দেওয়া হবে।
এখানে আপনি আগে যে পেমেন্ট করেছেন তা পপ আপ আকারে দেখানো হবে। সেখানে থাকা Continue বটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে লিংক করার কাজটি সেরে নিতে পারবেন।