নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগ ডিজিটাল যুগ (Digital)। বর্তমান এই ডিজিটাল যুগে আর্থিক লেনদেন থেকে শুরু করে কেনাকাটা সবকিছুই ডিজিটাল নির্ভর হয়ে পড়েছে। শপিং করার ক্ষেত্রে যেমন বাড়িতে বসেই স্মার্টফোন থেকে সবকিছু অর্ডার করা যায়, ঠিক সেই রকমই পেমেন্টের ক্ষেত্রেও নগদের ব্যবহার দিন দিন কমছে। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম এখন UPI। তবে এবার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বদল আসছে। নতুন নিয়মে ব্যবহারকারীদের পকেট থেকে খসবে বাড়তি টাকা।
নতুন যে নিয়ম আনা হচ্ছে তাতে UPI -এর মাধ্যমে ওয়ালেট বা কার্ডের মতো প্রিপেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেনদেনে ব্যবসায়ীদের ১.১% ইন্টারচেঞ্জ ফি নেওয়া হবে। এই সার্কুলার প্রকাশ করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NCPI) তরফ থেকে। এই চার্জ কিভাবে নেওয়া হবে?
নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অনলাইন মার্চেন্ট, বড় মার্চেন্ট এবং ছোট অফলাইন ব্যবসায়ীদের ২,০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১% ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হবে।
ইন্টারচেঞ্জ ফি মূলত নেওয়া হয়ে থাকে সাধারণ কার্ড পেমেন্টের ক্ষেত্রে। টাকা আদান-প্রদান, টাকা আদান-প্রদানের প্রক্রিয়াকরণ এবং অনুমোদনের খরচ তোলার ক্ষেত্রে এই ফি বসানো হয়। তবে নতুন নিয়মে সাধারণত যেভাবে ইউপিআই মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করা হয় তাতে কোন বাড়তি খরচ হবে না।
এর পাশাপাশি সার্কুলারে জানিয়ে দেওয়া হয়েছে, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তি অথবা কোন ব্যবসায়ীকে নিজেদের ব্যাঙ্ক বা প্রিপেইড ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে এই ফি প্রযোজ্য হবে না।