নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশের নাগরিকরাও এখন ডিজিটাল লেনদেন (digital transaction) নিয়ে সরগরম হয়ে উঠেছেন। এখন বিপুলসংখ্যক মানুষ আর পকেটে নগদ টাকা রাখেন না। পরিবর্তে তারা বিভিন্ন ধরনের ইউপিআই (UPI) অ্যাপের মাধ্যমে লেনদেন করে থাকেন। তবে মঙ্গলবার হঠাৎ করে একটি খবরে রীতিমত মাথায় বাজ পড়ে যায় তাদের। চারদিকে রব উঠতে শুরু করে এবার থেকে ইউপিআই লেনদেনে দিতে হবে বাড়তি টাকা। আর এর পরেই শুরু হয় মিম ‘নগদ রাখা অভ্যাস করুন’।
NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন একটি নিয়ম জারি করেছে। নতুন সেই নিয়মে কি জানাচ্ছে চলুন জেনে নেওয়া যাক। নতুন যে নিয়ম চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সুপারিশ জানিয়েছে তা হল, PPI অর্থাৎ প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস-এর মাধ্যমে ২০০০ টাকার বেশি লেনদেন করা হলে ১.১% চার্জ বসানো হবে।
এখন প্রশ্ন জাগতে পারে এই পিপিআই কি? পিপিআই হল ওয়ালেট এবং প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট। সহজ ভাষায় বলা যেতে পারে কোন ইউপিআই ওয়ালেটে থাকা টাকা লেনদেন করার ক্ষেত্রে এই ধরনের চার্জ বসানো হবে। যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় কত টাকায় কত চার্জ বসবে।
এই সিদ্ধান্তের পর বহু ইউপিআই ব্যবহারকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তাহলে তাদেরও টাকা কাটা হবে। কিন্তু তা নয়। নতুন এই নিয়মের প্রভাব পড়বে দেশের বেশ কিছু ব্যবসায়ীদের ওপর। তবে যে সকল ব্যবসায়ীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন তাদের উপর এই চার্জ বসবে না।
NPCI Press Release: UPI is free, fast, secure and seamless
Every month, over 8 billion transactions are processed free for customers and merchants using bank-accounts@EconomicTimes @FinancialXpress @businessline @bsindia @livemint @moneycontrolcom @timesofindia @dilipasbe pic.twitter.com/VpsdUt5u7U— NPCI (@NPCI_NPCI) March 29, 2023
আবার সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ ব্যবহারকারীদের কথা বললে তাদের ক্ষেত্রে কোনরকম চার্জ লাগবে না। বুধবার সকাল থেকে বিভ্রান্তি ছড়ানোর পর এনপিসিআই টুইট করে জানিয়েছে, “UPI ফ্রি, দ্রুত, নিরাপদ এবং বিরামহীন। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বিনামূল্যে ৮০০ কোটিরও বেশি লেনদেন করেন গ্রাহক এবং ব্যবসায়ীরা”। অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের ক্ষেত্রে প্রত্যেককেই আগের মত কোন চার্জ দিতে হবে না।