রাজধানী থেকে শতাব্দী, কোথায় থেকে এলো ট্রেনের এমন ভিন্ন ভিন্ন নাম

Antara Nag

Published on:

Advertisements

ভারতীয় রেল (Indian railways) গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় গণ পরিবহণ ব্যবস্থা। ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন নিজের গন্তব্যে। রেলের পক্ষ থেকে অনেক সুবিধাও দেওয়া হয় যাত্রীদের। আর ভারতীয় রেল বেশ কিছু কঠোর নিয়ম মেনে এই বিপুল কর্মকাণ্ড পরিচালনা করে। তবে জানেন কি ভারতীয় ট্রেন গুলির নাম করণ হয় কি ভাবে?

Advertisements

শতাব্দী, দুরন্ত, রাজধানী এই ট্রেনগুলির নাম জানি আমরা সকলেই। এমনকি শতাব্দী বা রাজধানী বা দুরন্তর মতো ট্রেনগুলিতে প্রায় সকলেই কখনও না কখনও যাত্রা করেছি আমরা। কিন্তু আমরা জানিনা কীভাবে দেওয়া হয় এই ট্রেনের নাম? আর এই প্রশ্নের উত্তর জানেন না প্রায় ৯০ শতাংশ মানুষ।

Advertisements

রাজধানী এক্সপ্রেসের (Rajdhani express) নাম থেকেই বোঝা যায়, এই ট্রেন দিল্লি (Delhi) এবং অন্যান্য রাজ্যের রাজধানীগুলির মধ্যে চলাচল করে। সেই কারণেই এর নামকরণ করা হয়েছে রাজধানী এক্সপ্রেস। এটি দেশ তথা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম। ভারতীয় রেলের (Indian rail) অন্যতম স্তম্ভ রাজধানী এক্সপ্রেস।

Advertisements

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১০০ তম জন্মদিনে শতাব্দী এক্সপ্রেস যাত্রা শুরু করে। সেই কারণে এই ট্রেনের নাম শতাব্দী। এটি একটি চেয়ার কার ট্রেন। শুধুমাত্র ৪০০ থেকে ৮০০ কিলোমিটারের মধ্যে চালানো হয় শতাব্দী ট্রেনটি (Satabdi express)। জওহরলাল নেহরুর জন্ম শতবর্ষে এই ট্রেন পরিষেবা চালু হয় বলেই নাম হয় শতাব্দী এক্সপ্রেস।

বাংলা ভাষায় দুরন্ত শব্দের অর্থ নিরবচ্ছিন্ন। এর থেকেই বোঝ যায় যে, ট্রেনটি খুব কম স্ট্রেশনে থেমে দ্রুত গতিতে ছুটে চলে। সেই কারণেই ট্রেনটির নামকরণ করা হয়েছে দুরন্ত এক্সপ্রেস (Duranta express)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এটি চালু হয়।

Advertisements