তিহাড়ে কষ্ট পাচ্ছেন অনুব্রত, জানতে পেরেই পাগলামী, বাড়িতে ভাঙচুর সুকন্যার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন তিহার জেলে (Tihar Jail)। এখানে থাকা অবস্থায় আর পশ্চিমবঙ্গের জেলের মতো সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন না বলে জানা যাচ্ছে। সুযোগ-সুবিধা না পেয়ে রীতিমত কষ্টে কাটাতে হচ্ছে কেষ্টকে। পাশাপাশি অভিযোগ উঠছে হেনস্থার। আর এই সকল খবর জানতে পেরে রীতিমতো ক্ষেপে গেলেন অনুব্রত কন্যা সুকন্যা (Sukanya Mondal)।

Advertisements

শুক্রবার রাতে হঠাৎ বোলপুরের নিচুপট্টির অনুব্রত মন্ডলের নীল রঙ করা বাড়ির সামনে লোকজন জমতে দেখা যায়। যারা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জেলা রাজনীতির পরিচিত মুখ। আসলে শুক্রবার সন্ধ্যাবেলায় সুকন্যা মণ্ডল বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই রীতিমত তাণ্ডব করতে দেখা যায় তাকে। সুকন্যা মন্ডলের এমন তান্ডবের বিষয়টি জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Advertisements

বিশেষ সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল শুক্রবার বাড়ি ফেরার পর তিহার জেলে বাবাকে নানান ভাবে হেনস্থা করা হচ্ছে শুনেই ক্ষেপে ওঠেন। বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বোলপুরের নেতা কর্মীদের। তাদের মধ্যে যারা উপস্থিত হয়েছিলেন তাদের সামনে রীতিমতো ভেঙ্গে পড়েন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল।

Advertisements

শোনা যাচ্ছে তিনি নাকি ঐ সকল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতাকর্মীদের সামনে বলেন, যখন তার বাবা কাছে ছিলেন সেই সময় সবাই তার এবং তাদের পাশে থাকতেন। এখন অনুব্রত মণ্ডল কাছে নেই বলে দুঃসময় চলছে আর এই দুঃসময়ে সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। এরকম চলতে পারে না বলেও তিনি জানিয়েছেন বলে শোনা যাচ্ছে।

তবে এই সকল বিষয় নিয়ে কেউ সরাসরি মুখ না খুললেও অনুব্রত মণ্ডলের মেয়ের এমন মেজাজ দেখে রীতিমতো সকলেই চমকে যান। তবে চমকে গেলেও সত্যিই অনুব্রত মন্ডলের মেয়ের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।

Advertisements