অবশেষে শিলিগুড়িতে (Siliguri) আয়োজিত হতে চলেছে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) লাইভ কনসার্ট। আর অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে (Arijit Singh Concert) ঘিরে কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে। আগামী ৪ ই এপ্রিল শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হবে অরিজিতের (Arijit Singh)শো। আর কিছু সৌভাগ্যবান মানুষ বিনামূল্যে দেখতে পাবেন শিলিগুড়িতে অরিজিতের শো।
যদিও অরিজিতের কনসার্টের (Arijit Singh Concert) আর কয়েকদিন বাকি তবে এখন থেকেই দর্শক আর অনুরাগীদের মধ্যে উন্মাদনার তুঙ্গে। শিলিগুড়ি (Siliguri) শহরের প্রাণকেন্দ্রে ওই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কারণে পুলিশ ও প্রশাসনের মধ্যেও প্রস্তুতি এখন থেকেই শুরু।
সুরের রাজা অরিজিতের (Arijit Singh) গলায় গান শুনতে এখন থেকেই টিকিটের খোঁজ শুরু করেছেন অনুরাগীরা। বুক মাই শো থেকে অনলাইনে একমাত্র পাওয়া যাবে ওই অনুষ্ঠানের টিকিট। তবে শহরের বাইরে অনুরাগীদের জন্য কাউন্টার করার কথা ভাবছে আয়োজকরা৷ সেই সাথে বিশেষ পাসের কথাও ভেবেছেন আয়োজকরা। যার মাধ্যমে কয়েকজন বিনামূল্যে দেখতে পাবেন অরিজিতের শো।
টিকিটের দাম যখন আকাশছোঁয়া, তখন শিলিগুড়িতে (Siliguri) অরিজিত সিংয়ের কনসার্টের আগে বড় ঘোষণা করলো আয়োজকরা। এবার নাকি বিনামূল্যেই অরিজিত সিংয়ের কনসার্ট (Free tickets of Arijit Singh concert) দেখা যাবে শিলিগুড়িতে। বুধবার শিলিগুড়িতে এমনই কথা জানাল পুরনিগম। কিন্তু চাইলেই যে কেউ ফ্রি-তে অরিজিতের কনসার্ট দেখতে পারবেন না। তবে বিশেষ কিছু শর্তে বিনামূল্যে দেখা যাবে অরিজিতের শো।
১৯৮১ সাল নাগাদ স্টেডিয়াম হওয়ার সময় শিলিগুড়ি (Siliguri) বহু মানুষ লাইফ টাইম মেম্বারশিপ নিয়েছিলেন। সেসময় লাইফ টাইম মেম্বার শিপের জন্য ৫০০০ হাজার টাকা করে দিয়েছিলেন তাঁরা। সেই লাইফ টাইম মেম্বাররা একটি করে কনসার্টের পাস পাবেন। জানা গিয়েছে, প্রায় ৮০০ এর কাছাকাছি লাইফ টাইম মেম্বার রয়েছে। এই পাস নিতে হলে সেই সময় যে আইডি কার্ড দেওয়া হয়েছিল সেই আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড নিয়ে আসতে হবে। তবে যারা মেম্বার তাঁদেরকেই পাস নিতে আসতে হবে। স্টেডিয়ামে অরিজিত সিংয়ের টিকিট যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে পাস পাওয়া যাবে।