নিজস্ব প্রতিবেদন : মাসের শুরু এবং নতুন মাসের সূচনা, এই দুইয়ের মাঝে সরকারের তরফ থেকে বিভিন্ন নিয়ম জারি করা হয়। আবার যখন একটি অর্থবর্ষ শেষ হয়ে নতুন একটি অর্থবর্ষের সূচনা হয় সেই সময় আরও বড় বড় পরিবর্তন আসে। ঠিক সেই রকমই এবার নতুন অর্থবর্ষ শুরু হতেই একের পর এক পরিবর্তনের পাশাপাশি স্মল সেভিংস স্কিম (Small Savings Schemes) বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হল।
স্মল সেভিংস স্কিম বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে যেমন নতুন নিয়ম জারি হয়েছে ঠিক সেই রকমই সুখবর হিসাবে কেন্দ্রের তরফ থেকে সুদ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে এই সকল প্রকল্পে সুদের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে এই সকল প্রকল্পে বিনিয়োগকারীদের এবার আরও বেশি লাভ হবে।
তবে এর পাশাপাশি এই সকল প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক বলে জানানো হলো। কেন্দ্রের তরফ থেকে এমন ঘোষণার পর পোস্ট অফিসের বিভিন্ন স্কিম যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSC) ইত্যাদিতে বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান কার্ড, আধার লিঙ্ক থাকতেই হবে।
আগে এই সকল প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল না। কিন্তু এবার অর্থ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সকল প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের অন্ততপক্ষে একটি আধার নম্বর দিতেই হবে। এর পাশাপাশি নির্দিষ্ট সীমার উপর বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান নম্বরও বাধ্যতামূলক।
অর্থ মন্ত্রকের নয়া ঘোষণা অনুযায়ী, এই সকল প্রকল্পে যে সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। অন্যদিকে যারা এই সকল প্রকল্পে বিনিয়োগ করতে চাইছেন তাদের অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে আধার এবং প্যান নম্বর জমা দিতে হবে।