মধ্যবিত্তদের জন্য সুখবর দিল মোদি সরকার, সুদ বাড়ালো এই সকল সঞ্চয়ে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন অর্থবর্ষের সূচনা অর্থাৎ ১ এপ্রিল থেকে বিভিন্ন ক্ষেত্রে নানান বদল আনা হয়েছে। সেই সকল বদলের ক্ষেত্রে অনেক জায়গায় সাধারণ নাগরিকদের সুবিধা বেড়েছে আবার কোন কোন ক্ষেত্রে বেড়েছে অসুবিধা। এই সকল সুবিধা-অসুবিধা নিয়েই রয়েছে সুখবর খারাপ খবর। তবে যে সকল সুখবর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সুখবর হলো সঞ্চয়ে (Small Savings Interest Rates) সুদ বাড়ানো।

Advertisements

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে নতুন অর্থ বর্ষ শুরু হওয়ার আগেই স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদ বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে। এই সিদ্ধান্তের ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত প্রত্যেকেই আগের তুলনায় অনেক বেশি লাভবান হবেন।

Advertisements

কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এবার স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদ ৭০ বেসিস পয়েন্ট বেশি পাওয়া যাবে। যে সকল প্রকল্পের ক্ষেত্রে সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে সেগুলি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্রের মতো বিভিন্ন স্কিম।

Advertisements

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : সুদের হার ৮% থেকে বাড়িয়ে ৮.২% করা হয়েছে।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) : সুদের হার ৭ থেকে বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে।

কিষাণ বিকাশ পত্র : সুদের হার ১২০ মাসে ৭.২ শতাংশ থেকে বাড়িয়ে ১১৫ মাসেই ৭.৫ শতাংশ করা হয়েছে।

যদিও পিপিএফ (PPF)-এর ক্ষেত্রে সুদের হারে কোন পরিবর্তন আনা হয়নি। এই মুহূর্তে এই স্কিমে ৭.১% সুদ দেওয়া হচ্ছে।

Advertisements