কাঁচা বাদাম অতীত, পুরো একটি সিনেমায় অভিনয় করলেন ভুবন বাদ্যকর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাঁচা বাদাম (Kacha Badam) গান রাতারাতি বেশ কয়েকজনের ভাগ্য বদলে দিয়েছে। ভাগ্য বদলে দেওয়াতে তালিকায় প্রথমেই রয়েছেন গানের স্রষ্টা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), অঞ্জলি অরোরা (Anjali Arora), মিউজিক ভিডিও নির্মাতারা ছাড়াও আরও বেশ কয়েকজনের। তবে এবার গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের কাছে এই গান অতীত, কারণ তিনি এখন অভিনেতা।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন। ভাইরাল হওয়ার পরই রাতারাতি তার ভাগ্য বদলে যায় আর তিনি সেলিব্রেটিতে পরিণত হন। রীতিমত গায়কের ভূমিকায় নামতে দেখা যায় তাকে। বিভিন্ন অনুষ্ঠান থেকে ভোটের ময়দান, এমনকি সরকারি আধিকারিকদের অনুষ্ঠানেও পৌঁছে যান তিনি। তবে এবার ভুবন বাদ্যকর গান ছেড়ে হয়ে গেলেন অভিনেতা।

Advertisements

ভুবন বাদ্যকর অভিনীত একটি শর্ট ফিল্ম সম্প্রতি রিলিজ হয়েছে। যে শর্ট ফিল্মটি ইউটিউবে আপলোড হওয়ার পাশাপাশি শনিবার রাত সাড়ে আটটায় একটি বেসরকারি সংস্থার চ্যানেলে দেখানো হয়। এই শর্ট ফিল্মটি দেখানোর পরিপ্রেক্ষিতে রীতিমত আরেকবার সেলিব্রিটি হয়ে উঠলেন বীরভূমের ভুবন বাদ্যকর।

Advertisements

ভুবন বাদ্যকর যে শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন তার নাম হলো ‘ভালোবাসার দিব্যি’। এটি পার্ট ২ হিসাবে রিলিজ হয়েছে। যেখানে ভুবন বাদ্যকরকে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি শর্ট ফিল্মের নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন প্রেম বিরোধী বাবা হিসাবে।

শর্ট ফিল্মটিতে ভুবন বাদ্যকরের রিল মেয়ে ভালোবেসে বিয়ে করতে চায় আর সেই জেদ নিয়েই সে বসে রয়েছে। কিন্তু ভুবন বাদ্যকর তা কোন ভাবেই চান না এবং তিনি দেখাশোনা করে মেয়ের বিয়ে দিতে চান। এই নিয়েই এমন শর্ট ফিল্মটি তৈরি করা হয়। ভুবন বাদ্যকর জানিয়েছেন, এই শর্ট ফিল্মটি করার জন্য তিনি প্রায় ৪০ হাজার টাকা পেয়েছেন। তিন মাস আগেই তিনি শুটিং করে এসেছিলেন।

Advertisements